Pakistan: এদিকে ঢাকা ওদিকে ইসলামাবাদ, দুই আগুনের মাঝখানে ভারত...
Pakistan unrest: মঙ্গলবার দিনভর ইসলামাবাদ-সহ একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচি, জমায়েত করেন পিটিআই-এর সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদের রাস্তায় সেনা মোতায়েন করে পাকিস্তান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য ইসলামাবাদের রাস্তায় বহু সমর্থক। তাঁর মুক্তির দাবি তুলে কয়েকদিন ধরে পথে তাঁর দল পিটিআই। পুলিস এবং ইমরান-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছে ছ’জন সরকারি নিরাপত্তাকর্মীর। অবশেষে সেনার বন্দুকের নলে সেই বিক্ষোভ দমন করল শাহবাজ শরিফের সরকার। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি-সহ দলের নেতারা বিক্ষোভস্থল ত্যাগ করেছেন।
আরও পড়ুন, Bangladesh ISCKON: বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে ইসকন? হাইকোর্টের বড় নির্দেশ...
২৪ তারিখ থেকে বিক্ষোভ কর্মসূচি চললেও, তা ভয়াবহ রূপ ধারণ করে মঙ্গলবার। মঙ্গলবার দিনভর ইসলামাবাদ-সহ একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচি, জমায়েত করেন পিটিআই-এর সমর্থকরা। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হলেও, ভাঙা হয় পুলিসের ব্যারিকেড। পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদের রাস্তায় সেনা মোতায়েন করে পাকিস্তান। দেখামাত্রই গুলি চালানোরও নির্দেশ দেওয়া হয়।
এরপর বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাতভর অভিযান চালায় সেনা। বিক্ষোভকারীদের লক্ষ্য করে চলে গুলি। তারপরই বিক্ষোভ প্রত্যাহার করে পিটিআই মিডিয়া সেল বলেছে, সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের গুলি করে রাজধানীকে কসাইখানায় পরিণত করায়, আমরা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সাময়িক স্থগিত করার ঘোষণা করছি।
প্রসঙ্গত, সোমবার থেকে ইসলামাবাদ অভিমুখী সমর্থকদের বহরে খানের স্ত্রী বুশরা বিবি বিক্ষোভের নেতৃত্ব দেন। রাজধানীতে পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘর্ষ শুরু হলে তিনি সরে যান। মঙ্গলবার রাতের অভিযানে খানের শত শত পিটিআই সমর্থককে গ্রেফতার করা হয়েছে এবং পুলিস বুশরা বিবিকেও গ্রেফতার করতে চাইছে বলেই সূত্রের খবর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)