IND vs AUS:'ধোনি শেষ' ভাইজাগে প্রথম টি-টোয়েন্টিতে স্লো-ইনিংসের পর সমালোচনায় বিদ্ধ এমএসডি
ঋষভ পন্থ আউট হতেই ক্রিজে আসেন ধোনি।
নিজস্ব প্রতিবেদন : রবিবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার টিম ইন্ডিয়ার। কুড়ি-বিশের লড়াইয়ে প্রথমে ব্যাটিং করে ভারত মাত্র ১২৬ রান তোলে স্কোর বোর্ডে। কিন্তু স্লগ ওভারে মহেন্দ্র সিং ধোনিকে এদিন চেনা ছন্দে পাওয়া যায়নি। ধোনির স্লো ব্যাটিং নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন ভক্তরা। ৩৭ বলে মাত্র ২৯ রানে অপরাজিত থাকেন ধোনি। মাত্র একটি ছক্কা মারেন মাহি। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটে-বলে যেন এদিন হচ্ছিল না এমএসডি-র। ফিনিশার ধোনি কি শেষ? রবিবার বিশাখাপত্তনমের ইনিংসের পর কিন্তু এই প্রশ্নেই সরগরম সোশ্যাল মিডিয়া।
ঋষভ পন্থ আউট হতেই ক্রিজে আসেন ধোনি। ১০ ওভার শেষে ভারতের স্কোর তখন ছিল ৩ উইকেট হারিয়ে ৮০। শেষপর্যন্ত ভারতের স্কোর গিয়ে পৌঁছয় ৭ উইকেটে ১২৬। ধোনির মতো ব্যাটসম্যান ক্রিজে থাকার পরেও কেন এমনটা হল সেটাই তো ভেবে পাচ্ছেন না মাহি ভক্তরা। একদিনের ক্রিকেটে ক্যাপ্টেন কুলকে নিয়ে তেমন কথা না উঠলেও টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর দলে থাকা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
Does MSD think only he can bat..?..
Doesnt good sight to see that he can't even give strike to #9 and he himself won't score.. not good at all..#Dhoni #INDvAUS
— Akshay Hegde (@AAkshayHegde) February 24, 2019
Dhoni striking under 100 in a T20. Such a surprise! Lol. He's finished with the bat. #INDvAUS
— No clean sheets FC (@sull_noronha) February 24, 2019
Dhoni! Please retire or call in sick we don't want you in that flight to England for world cup. Please dont ruin all the good memories of past. #INDvAUS
— Vikash Kumar (@vikashkmr138) February 24, 2019
MS Dhoni is a great batsman who has played many knocks for the winning cause.
Sometimes for India, sometimes for the opposition.
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) February 24, 2019
কেউ কেউ তো অবসরের কথাও বলেছেন ধোনির। আবার অনেকেই ভারতের হারের পিছনে ধোনির স্লো ব্যাটিংকেই দায়ি করছেন।
আরও পড়ুন - IND vs AUS: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার