IND vs AUS:'ধোনি শেষ' ভাইজাগে প্রথম টি-টোয়েন্টিতে স্লো-ইনিংসের পর সমালোচনায় বিদ্ধ এমএসডি

ঋষভ পন্থ আউট হতেই ক্রিজে আসেন ধোনি।

Updated By: Feb 25, 2019, 12:00 PM IST
IND vs AUS:'ধোনি শেষ' ভাইজাগে প্রথম টি-টোয়েন্টিতে স্লো-ইনিংসের পর সমালোচনায় বিদ্ধ এমএসডি

নিজস্ব প্রতিবেদন : রবিবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার টিম ইন্ডিয়ার। কুড়ি-বিশের লড়াইয়ে প্রথমে ব্যাটিং করে ভারত মাত্র ১২৬ রান তোলে স্কোর বোর্ডে। কিন্তু স্লগ ওভারে মহেন্দ্র সিং ধোনিকে এদিন চেনা ছন্দে পাওয়া যায়নি। ধোনির স্লো ব্যাটিং নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন ভক্তরা। ৩৭ বলে মাত্র ২৯ রানে অপরাজিত থাকেন ধোনি। মাত্র একটি ছক্কা মারেন মাহি। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটে-বলে যেন এদিন হচ্ছিল না এমএসডি-র। ফিনিশার ধোনি কি শেষ? রবিবার বিশাখাপত্তনমের ইনিংসের পর কিন্তু এই প্রশ্নেই সরগরম সোশ্যাল মিডিয়া।

ঋষভ পন্থ আউট হতেই ক্রিজে আসেন ধোনি। ১০ ওভার শেষে ভারতের স্কোর তখন ছিল ৩ উইকেট হারিয়ে ৮০। শেষপর্যন্ত ভারতের স্কোর গিয়ে পৌঁছয় ৭ উইকেটে ১২৬। ধোনির মতো ব্যাটসম্যান ক্রিজে থাকার পরেও কেন এমনটা হল সেটাই তো ভেবে পাচ্ছেন না মাহি ভক্তরা। একদিনের ক্রিকেটে ক্যাপ্টেন কুলকে নিয়ে তেমন কথা না উঠলেও টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর দলে থাকা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

কেউ কেউ তো অবসরের কথাও বলেছেন ধোনির। আবার অনেকেই ভারতের হারের পিছনে ধোনির স্লো ব্যাটিংকেই দায়ি করছেন।

আরও পড়ুন - IND vs AUS: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার

.