ভারতীয় হকি দলের সামনে আর মাত্র একটি `হার্ডেল`

দুহাজার বারোর লন্ডন অলিম্পিকে ছাড়পত্র পাওয়ার জন্য ভারতীয় হকি দলের সামনে আর মাত্র একটি হার্ডেল। ফাইনালে ফ্রান্সকে হারাতে পারলেই সন্দীপ, ভরতরা পাড়ি দেবেন লন্ডনে।

Updated By: Feb 25, 2012, 08:29 PM IST

দুহাজার বারোর লন্ডন অলিম্পিকে ছাড়পত্র পাওয়ার জন্য ভারতীয় হকি দলের সামনে আর মাত্র একটি হার্ডেল। ফাইনালে ফ্রান্সকে হারাতে পারলেই সন্দীপ, ভরতরা পাড়ি দেবেন লন্ডনে।
অলিম্পিক কোয়ালিফাইং রাউন্ডে গ্রুপ লিগের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছায় ভারত। রাউন্ড রবিন লিগে প্রতিটি ম্যাচ জিতে ভারতীয় দলের আত্মবিশ্বাস তুঙ্গে। সন্দীপদের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ মাইকেল নবস। নতুন ঘরানায় ভারতীয় হকি দলকে যে ছন্দে দেখা যাচ্ছে তাতে নবস দাবি করেছেন ভারতীয় হকি দলকে বিশ্বের সেরা দল হিসাবে দেখতে চান তিনি।
রবিবার ফাইনাল খেলতে নামার আগে দলের মধ্যে আত্মবিশ্বাস থাকলেও আত্মতুষ্টিকে প্রশ্রয় দিতে নারাজ নবস। গ্রুপ লিগে ফ্রান্সের বিরুদ্ধে খেলার ফুটেজ দেখে অনুশীলনে নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেন সন্দীপরা। দলের প্রতি আস্থা থাকলেও নবস মনে করেন, রবিবার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে লড়াই বেশ কঠিন হবে।
 
পেনাল্টি কর্নানের জন্য সন্দীপ সিংয়ের ওপর খুব বেশি নির্ভর করছে দল। এমনটা মানতে নারাজ নবস। তাঁর দাবি সাফল্য এসেছে দলগত প্রচেষ্টায়।

.