বিশ্ব হকি লিগে পাকিস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দিল ভারতীয় দল
পঁয়ত্রিশ বছর পর শাপমোচন। এশিয়াডে হকিতে পাকিস্তানের কাছে হারের বদলা লন্ডনে নিল ভারত। বিশ্ব হকি লিগে পাকিস্তানকে সাত-এক গোলে উড়িয়ে দিল ভারতীয় দল। টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক করে কোয়ার্টার ফাইনালে ভারত। পয়ত্রিশ বছর আগে অভিশপ্ত এশিয়াডে পাকিস্তানের কাছে সাত গোল খাওয়ার বদলা রবিবার নিল ভারত। তিন দশক পর ভারতীয় হকিতে শাপমুক্তি। লন্ডনে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে সাত-এক গোলে হারিয়ে বিশ্ব হকি লিগের কোয়ার্টার ফাইনালে মেন ইন ব্লু। হরমনপ্রীত,আকাশদীপদের দাপটে রবিবার বিকেলে লন্ডনে ভারতের হাতে নাস্তানাবুদ হল পাকিন্তান।
ওয়েব ডেস্ক: পঁয়ত্রিশ বছর পর শাপমোচন। এশিয়াডে হকিতে পাকিস্তানের কাছে হারের বদলা লন্ডনে নিল ভারত। বিশ্ব হকি লিগে পাকিস্তানকে সাত-এক গোলে উড়িয়ে দিল ভারতীয় দল। টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক করে কোয়ার্টার ফাইনালে ভারত। পয়ত্রিশ বছর আগে অভিশপ্ত এশিয়াডে পাকিস্তানের কাছে সাত গোল খাওয়ার বদলা রবিবার নিল ভারত। তিন দশক পর ভারতীয় হকিতে শাপমুক্তি। লন্ডনে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে সাত-এক গোলে হারিয়ে বিশ্ব হকি লিগের কোয়ার্টার ফাইনালে মেন ইন ব্লু। হরমনপ্রীত,আকাশদীপদের দাপটে রবিবার বিকেলে লন্ডনে ভারতের হাতে নাস্তানাবুদ হল পাকিন্তান।
আরও পড়ুন শ্রীলঙ্কা সফরেই চোট সারিয়ে ভারতীয় দলে ফিরতে চান মূরলী বিজয়
ষাট মিনিট ধরে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করল ওল্টম্যান্সের ছেলেরা। তেরো মিনিটে হরমনপ্রীতের গোল দিয়ে শো শুরু। বাকিটা সময় ভারতের দাপট। হরমনপ্রীত,তলবিন্দার, আকাশদীপের জোড়া গোলে ভারতের স্বপ্নের জয়। একটা গোল করেন প্রদীপ মোর। ম্যাচের শেষদিকে পারিস্তানের সান্ত্বনা গোলটা ভুট্টার। এই নিয়ে বিশ্ব হকি লিগে টানা তিনটে ম্যাচ জিতল ভারত। জয়ের হ্যাটট্রিকের পর শেষ আটের টিকিট পারা হয়ে গেল সর্দারদের।
আরও পড়ুন ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে না থাকার কারণ ফিটনেস নয়, বললেন বুমরাহ