IPL 2019 : অনলাইনে বুক করে নিন আইপিএলের টিকিট, কীভাবে জেনে নিন
গ্রুপ পর্বের ম্যাচ দেখতে মাঠে থাকবেন বলে পরিকল্পনা করেছেন! কিন্তু টিকিট বুকিং কীভাবে করবেন বুঝতে পারছেন না!
নিজস্ব প্রতিনিধি- ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি ধোনি-কোহলি। অর্থাত্ শুরু থেকেই টানটান উত্তেজনা। সেই উত্তেজনার আঁচে হাত সেঁকে নেওয়ার জন্য অপেক্ষা করে বসে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের দ্বাদশ সংস্করণ শুরুর আগে থেকেই টিকিটের চাহিদা তুঙ্গে। এমনিতেই লোকসভা নির্বাচনের জন্য এবার আইপিএলের সূচি প্রকাশে দেরি হয়েছে। যদিও এখনও নক-আউট পর্বের সূচি প্রকাশ করা হয়নি। গ্রুপ পর্বের ম্যাচ দেখতে মাঠে থাকবেন বলে পরিকল্পনা করেছেন! কিন্তু টিকিট বুকিং কীভাবে করবেন বুঝতে পারছেন না! মুশকিল আসান করছে জি ২৪ ঘণ্টা। দেখে নিন আইপিএলের কোনও দলের খেলা দেখতে অনলাইনে টিকিট বুকিং করবেন কোথা থেকে-
আরও পড়ুন- পাকিস্তানের মন্ত্রীর মুখে বদলার কথা, আইপিএল নিয়ে রাজনীতিতে ইমরানের সরকার
চেন্নাইয়ের ম্যাচের টিকিট- BookMyShow
দিল্লির ম্যাচের টিকিট- Delhi Capitals website
পাঞ্জাবের ম্যাচের টিকিট (মোহালি)- Insider.in
কলকাতার ম্যাচের টিকিট- BookMyShow
মুম্বইয়ের ম্যাচের টিকিট- BookMyShow
রাজস্থানের ম্যাচের টিকিট (জয়পুর)- BookMyShow
বেঙ্গালুরুর টিকিট- RCB website
হায়দরাবাদের টিকিট- Events Now
এবার ফরম্যাট অনুযায়ী, প্লে-অফ শুরু আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দুবার ম্যাচ খেলবে।