আই লিগে এবার আইপিএলের মত আইকন ফুটবলার

২০১৪-১৫ আই লিগ থেকে সব দলে খেলতে দেখা যাবে একজন আইকন বিদেশি ফুটবলারকে। অস্ট্রেলীয় ফুটবল লিগের ধাঁচে নতুন এই নিয়ম চালু করতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। এবার থেকে সব দলে একজন করে আইকন বিদেশি ফুটবলার থাকা বাধ্যতামূলক। ফেডারেশন কর্তারা ঠিক করেছেন আইকন ফুটবলারকে বিশ্বকাপ, ইউরো কাপ, কোপা আমেরিকার মত বিশ্বের সেরা টুর্নামেন্টের মত খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

Updated By: May 31, 2013, 09:08 PM IST

২০১৪-১৫ আই লিগ থেকে সব দলে খেলতে দেখা যাবে একজন আইকন বিদেশি ফুটবলারকে। অস্ট্রেলীয় ফুটবল লিগের ধাঁচে নতুন এই নিয়ম চালু করতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। এবার থেকে সব দলে একজন করে আইকন বিদেশি ফুটবলার থাকা বাধ্যতামূলক। ফেডারেশন কর্তারা ঠিক করেছেন আইকন ফুটবলারকে বিশ্বকাপ, ইউরো কাপ, কোপা আমেরিকার মত বিশ্বের সেরা টুর্নামেন্টের মত খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রশ্ন উঠছে, ক্লাবেরগুলোর পড়তি ফুটবল বাজেটের মধ্যে ভাল মানের বিদেশি ফুটবলার আনা কি সম্ভব? আই লিগ সিইও সুনন্দ ধর অবশ্য জানাচ্ছেন, ক্লাবগুলো বিদেশিদের পেছনে যা টাকা খরচ করে, তার মধ্যেই ভাল মানের বিদেশি আনা সম্ভব। ভাল মানের বিদেশি ফুটবলার এলে আই লিগের জৌলুস আরও বাড়লে বলেই মনে করছেন ফেডারেশন কর্তারা।
এদিকে, আই লিগে খেলার সুযোগ পেয়েই চমক দিতে চলেছে জিন্দল গোষ্ঠীর ফুটবল দল। বেঙ্গালুরুর দলটির কোচ হয়ে আসতে চলেছেন লিভারপুলের প্রাক্তন ফুটবলার রিচার্ড মানি। ৫৭ বছরের মানি এই মুহূর্তে ইংল্যান্ডের ক্লাব দল কেমব্রিজ ইউনাইটেডের কোচ। নতুন মরসুমের শুরুতেই ভারতের এই ফ্র্যাঞ্চাইজি দলের দায়িত্ব নিতে চলেছেন তিনি।
ফুটবলার হিসাবে ইপিএলের দল ফুলহ্যাম, লিভারপুল, পোর্টসমাউথের মত ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া আর সুইডেনে কোচিং করিয়েছেন তিনি। জানা যাচ্ছে রিচার্ড মানির সঙ্গে বেঙ্গালুরুর দলটির প্রাথমিক কথাবার্তা প্রায় পাকা। কোচ হিসাবে রিচার্ড মানিকে এনে চমক দেওয়ার পর বিদেশি নিয়োগেও চমক দিতে চাইছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি দলটি।

.