আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান, ১১ বছর পর বাংলায় এল ট্রফি
তেরো বছর। সময়টা অনেক বেশি। এক দশকেরও বেশি সময় ধরে এই দিনটার অপেক্ষায় বসে ছিলেন হাজার-হাজার মোহনবাগান সমর্থক। অবশেষে তাঁদের স্বপ্নপূরণ হল। ৩১ মে, ২০১৫। নানা বাধা টপকে বাগান শহর জিতে বাগানে এল বসন্ত। বেঙ্গালুরু জয় করে ফের বাংলায় আইলিগ নিয়ে এলেন সোনি, বলবন্তরা। শেষবার ২০০১-২০০২ সালে আইলিগ জিতেছিল মোহনবাগান। আমরা এক নজরে দেখে নেব মোহনবাগানের আইলিগ জয়ের খতিয়ান। খেলার ফলাফল ১-১। বেঙ্গালুরুর হয়ে ৪৪ মিনিটে গোল করেছেন জনসন। মোহনবাগানের হয়ে গোল পরিশোধ করেন বেলো রাজা।
ওয়েব ডেস্ক: তেরো বছর। সময়টা অনেক বেশি। এক দশকেরও বেশি সময় ধরে এই দিনটার অপেক্ষায় বসে ছিলেন হাজার-হাজার মোহনবাগান সমর্থক। অবশেষে তাঁদের স্বপ্নপূরণ হল। ৩১ মে, ২০১৫। নানা বাধা টপকে বাগান শহর জিতে বাগানে এল বসন্ত। বেঙ্গালুরু জয় করে ফের বাংলায় আইলিগ নিয়ে এলেন সোনি, বলবন্তরা। শেষবার ২০০১-২০০২ সালে আইলিগ জিতেছিল মোহনবাগান। আমরা এক নজরে দেখে নেব মোহনবাগানের আইলিগ জয়ের খতিয়ান। খেলার ফলাফল ১-১। বেঙ্গালুরুর হয়ে ৪৪ মিনিটে গোল করেছেন জনসন। মোহনবাগানের হয়ে গোল পরিশোধ করেন বেলো রাজা।
সাল-১৯৯৭-১৯৯৮
কোচ- চাট্টুনি
কলকাতায় মাহিন্দ্রাকে হারিয়ে চ্যাম্পিয়ন
সাল- ১৯৯৯-২০০০
কোচ- সুব্রত ভট্টাচার্য
এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন
সাল-২০০১-২০০২
কোচ- সুব্রত ভট্টাচার্য
শেষ ম্যাচের আগেই চার্চিলকে হারিয়ে সেরা
সাল-২০১৪-২০১৫
কোচ- সঞ্জয় সেন
শেষ ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন
সোমবার দুপুরে আইলিগ ট্রফি নিয়ে শহরে ফিরবে সঞ্জয় সেন ব্রিগেড।