আই লিগের বোধনে রিয়াল কাশ্মীরের সঙ্গে ড্র করে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল
ম্যাচের ফল ১-১।
নিজস্ব প্রতিবেদন: রিয়াল কাশ্মীরের কাছে আটকে যেতে হল ইস্টবেঙ্গলকে। আই লিগের প্রথম ম্যাচেই পয়েন্ট নষ্ট আলেসান্দ্রো ব্রিগেডের। কল্যাণীতে ইস্টবেঙ্গল-রিয়াল কাশ্মীর ম্যাচ শেষ হল ১-১ গোলে।
আই লিগের প্রথম ম্যাচেই হোঁচট খেল ইস্টবেঙ্গল। কল্যাণীতে রিয়াল কাশ্মীরের কাছে আটকে যেতে হল আলেসান্দ্রো ব্রিগেডকে। সুযোগ নষ্টের খেসারত দিতে হল কোলাডোদের। গতবারের মত এবারও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পয়েন্ট নিয়ে ফিরছে রবার্টসনের দল। গত আই লিগের দুই আর তিন নম্বর দলের লড়াইয়ে প্রথমার্ধে দাপট বেশি ছিল রিয়াল কাশ্মীরেরই। ক্রিজোর দুরন্ত গোলে বত্রিশ মিনিটে লিডও নিয়ে নেয় তারা। বিরতির আগে সমতা ফেরাবার সুবর্ন সুযোগ এসেছিল মার্কোসের সামনে। কিন্তু স্প্যানিশ স্ট্রাইকারের শট সোজা চলে যায় রিয়াল গোলকিপারের হাতে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় আলেসান্দ্রো ব্রিগেড। কোলাডোরা একের পর এক আক্রমন তুলে আনতে থাকেন বিপক্ষের বক্সে। সামাদ আর অভিজিত সরকারকে নামিয়ে আক্রমনের ধার আরও বাড়ান স্প্যানিশ কোচ। পাল্লা দিয়ে বাড়তে থাকে মার্কোসের গোল মিস। লাল-হলুদ জর্সিতে আই লিগে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করতে পারতেন মার্কোস। সাতাত্তর মিনিটে হুয়ান মেরার সাজানো পাস থেকে লাল-হলুদকে সমতায় ফেরান সেই মার্কোসই। বাকি সময়ে আর জয়সূচক গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। ফলে মোহনবাগানের মত ইস্টবেঙ্গলকেও আই লিগের প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।