আইলিগের শেষ ম্যাচ ব্যারেটোর বিদায়ী ম্যাচ
হোসে রেমিরেজ ব্যারেটোকে বুধবার পাশে বসিয়ে বিদায় সংবর্ধনার কথা জানাবেন সবুজ-মেরুন কর্তারা। পরের ২ বছর ভবানীপুর ক্লাবে খেলার পর ব্যারেটোকে পাকাপাকিভাবে মোহনবাগানের সঙ্গে যুক্ত করতে চান ক্লাবকর্তারা।
হোসে রেমিরেজ ব্যারেটোকে বুধবার পাশে বসিয়ে বিদায় সংবর্ধনার কথা জানাবেন সবুজ-মেরুন কর্তারা। পরের ২ বছর ভবানীপুর ক্লাবে খেলার পর ব্যারেটোকে পাকাপাকিভাবে মোহনবাগানের সঙ্গে যুক্ত করতে চান ক্লাবকর্তারা।
পুণে এফসি-র বিরুদ্ধে আই লিগের শেষ ম্যাচকেই ব্যারেটোর বিদায়ী ম্যাচ হিসাবে বেছে নিয়েছে ক্লাব। সেই ম্যাচে ভিআইপি বাদ দিয়ে গ্যালারির টিকিট বিক্রি করা হবে না। ওই দিন কলকাতার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মাঠে আনারও পরিকল্পনা রয়েছে কর্তাদের। ব্যারেটোকে ক্লাবের সাম্মানিক সদস্যপদও দিচ্ছে মোহনবাগান।