Rohit Sharma, ICC T20 World Cup 2022: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বদলা থেকে কাপ জয়, ১৫ বছরের খরা মেটাতে মরিয়া রোহিত
Rohit Sharma, ICC T20 World Cup 2022: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমদের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে গিয়েছিল ভারত। কয়েক মাস আগে এশিয়া কাপে দুবার ফের দুই প্রতিবেশী দেশের সাক্ষাৎ হয়েছিল। সেখানে প্রথম ম্যাচ জিতলেও, সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ ১৫ বছরের খরা কি এবার মিটবে? ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া (Team India)। দুই দেশের ক্রিকেটপ্রেমীরা 'মাদার অফ অল ব্যাটেল'-এর দিকে তাকিয়ে রয়েছেন। তবে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) কিন্তু বাবর আজমদের (Babar Azam) বিরুদ্ধে বদলার ম্যাচ জেতাকেই পাখির চোখ করছেন না। বরং তাঁর লক্ষ্য আরও বড়। দেশের অধিনায়কত্ব করতে নেমে কাপ যুদ্ধ জিতে আম জনতার মুখে হাসি ফোটাতে তিনি মরিয়া হয়ে আছেন। বিসিসিআই-এর (BCCI) টুইটারে 'হিটম্যান'-এর একটি সাক্ষাৎকার পোস্ট করা হয়েছে।
সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'বিশ্বকাপে প্রথমবার দেশকে নেতৃত্ব দেব। আমি খুবই উত্তেজিত। এটা সত্যি যে আমাদের দেশে অনেক বছর ধরে বিশ্বকাপ আসেনি। আমরা কিন্তু এবার বিশ্বকাপ জিততেই এসেছি। তবে একটা ম্যাচ জিতলেই তো চ্যাম্পিয়ন হওয়া যাবে না। বরং ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আর সেটাই আমাদের লক্ষ্য।'
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
— BCCI (@BCCI) October 19, 2022
রোহিত ফের যোগ করেছেন, 'বেশিদূর নিয়ে এখনই ভাবনাচিন্তা করতে চাইছি না। সবার সেমি ফাইনাল জিতে ফাইনাল খেলার ইচ্ছা আছে। আমরাও ব্যতিক্রম নই। তবে একেবারে শুরু থেকেই আমরা নক আউট ম্যাচ নিয়ে ভাবতেই চাইছি না। প্রতিটি ম্যাচ নিয়ে ভাবছি। সব দলকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।'
আরও পড়ুন: IND vs PAK, BCCI vs PCB: জয় শাহ-র বক্তব্য হতাশাজনক, একতরফা! কড়া বিবৃতি দিল রামিজ রাজার পিসিবি
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমদের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে গিয়েছিল ভারত। কয়েক মাস আগে এশিয়া কাপে দুবার ফের দুই প্রতিবেশী দেশের সাক্ষাৎ হয়েছিল। সেখানে প্রথম ম্যাচ জিতলেও, সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। রোহিত বলেছেন, 'আমি জানি সবাই পাকিস্তান ম্যাচের আগে খুব উত্তেজিত। বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচ এটা। দু’দেশের কোটি কোটি সমর্থকের নজর থাকে এই ম্যাচের দিকে। কিন্তু আমরা সে সব নিয়ে বেশি চিন্তা করছি না। নিজেদের মধ্যে বেশি কথা বলছি না। শুধু নিজেদের প্রস্তুতির দিকে নজর দিচ্ছি।'
বিশ্বকাপ পরিকল্পনা প্রসঙ্গে বলছেন, 'যে ফরম্যাটই হোক, বিশ্বকাপ সবসময়ই আলাদা। আমরা কী করতে চাইছি, সেটা মুখে বলতে চাই না। পরিকল্পনা, প্রস্তুতি সবই ভালো হয়েছে। অতীত নিয়ে যেমন বেশি ভাবতে চাই না, তেমনই ভবিষ্যৎ নিয়েও। ম্যাচের দিন কাজে করে দেখাতে চাই। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে এসেছি। যদিও সেটা ঘরের মাঠে। এখানে চ্যালেঞ্জ আলাদা। এখানকার পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া খুবই জরুরি ছিল। দলের অনেকেই প্রথম বার অস্ট্রেলিয়ায় এসেছে। সে কারণেই প্রতিযোগিতা শুরু হওয়ার অনেক আগে এখানে চলে এসেছিলাম। অস্ট্রেলিয়ার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ওদের জন্য বেশি জরুরি ছিল। ওরা সকলেই বিশ্বকাপে নামার জন্য মুখিয়ে রয়েছে।'