ICC T20 World Cup 2022: কত মিনিটে বিক্রি হয়ে গেল ভারত-পাক ম্যাচের সব টিকিট? জানতে পড়ুন
'মাদার অফ অল ব্যাটেল' নিয়ে উত্তজেনা তুঙ্গে।
নিজস্ব প্রতিবেদন: চলতি বছর ২৩ অক্টোবর আবার বাইশ গজের যুদ্ধে মহারণ। আবার 'মাদার অফ অল ব্যাটেল'। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে আরও একবার অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। মেলবোর্নে মুখোমুখি হবে দুই দল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল ভারত। তবে ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হেরে গিয়েছিল বিরাট কোহলির দল।
ভারত-পাকিস্তান মহারণ মানেই বিশ্ব ক্রিকেট জুড়েই তুমুল আলোড়ন। উত্তেজনার পারদ একেবারে হুহু করে চড়তে থাকে। আর সেই উত্তেজনা বেশ ভালো ভাবেই টের পাওয়া গেল, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই। টিকিট বিক্রি শুরুর মাত্র ১মিনিটের মধ্যেই হুহু করে বিকিয়ে গেল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট।
আরও পড়ুন: INDvsWI: অনুশীলনে যোগ দিলেন KL Rahul, Mayank Agarwal
আরও পড়ুন: INDvsWI: অন্ধকার কাটিয়ে অবশেষে অভিষেক, আবেগপ্রবণ হয়ে পড়লেন Deepak Hooda
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৬ অক্টোবর থেকে। শুরুতে কোয়ালিফাইং রাউন্ড বা প্রথম রাউন্ড হবে। আর এই রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া। প্রথম রাউন্ডের পর শুরু হবে সুপার টুয়েলভের ম্যাচ। সুপার টুয়েলভে ভারত রয়েছে গ্রুপ টু-তে। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া প্রথম রাউন্ডে বি- গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং এ-গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল যুক্ত হবে। অন্য গ্রুপটিতে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান,ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই গ্রুপে যুক্ত হবে প্রথম রাউন্ডের এ-গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং বি -গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল।
সুপার টুয়েলভের প্রথম ম্যাচ হবে ২২ অক্টোবর নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। ম্যাচটি হবে সিডনিতে। সেই দিনই পারথে রয়েছে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচও। ৯ এবং ১০ নভেম্বর আয়োজিত হবে দুটি সেমি- ফাইনাল। সেই দুটি ম্যাচ যথাক্রমে সিডনি এবং অ্যাডিলেড ওভালে আয়োজিত হবে। ১৩ নভেম্বর মেলবোর্নে আয়োজিত হবে মেগা ফাইনাল।