কেকেআর তাঁকে টিমে নিয়ে ভুল করেনি, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রমাণ করলেন শুভমান

শুভমানের আগে ‌যুব বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচে কেউ সেঞ্চুরি করেননি

Updated By: Jan 30, 2018, 11:52 AM IST
কেকেআর তাঁকে টিমে নিয়ে ভুল করেনি, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রমাণ করলেন শুভমান

নিজস্ব প্রতিবেদন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে প্রায় একাই পাকিস্তান টিমের মনোবল দুমড়ে দিলেন শুভমান গিল।
শুভমানের সেঞ্চুরির সুবাদেই ভারত ২৭২ রানের বিশাল স্কোর খাড়া করে ফেলে। এর পাশাপাশি একটি রেকর্ডও করে ফেললেন শুভমান। কারণ, শুভমানের আগে ‌যুব বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কেউ সেঞ্চুরি করেননি। ২০০২ সালে ভারতের সঙ্গে একটি ম্যাচে ৮৫ রান করেছিলেন সলমন বাট। শুভমান সেই রেকর্ডটিও ভেঙে দিলেন।

আরও পড়ুন-মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে মমতা, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ

যুব বিশ্বকাপে তুখোড় ফর্মে রয়েছেন শুভমান। এই টুর্নামেন্টে ৩টি পঞ্চাশ করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তার পরেই এই সেঞ্চুরি। আইইপিএলে এবার শুভমান খেলবেন নাইট রাইডার্সের হয়ে। ফলে কেকেআর ‌যে তাঁকে নিয়ে কোনও ভুল করেনি সেটা প্রমাণ করে দিলেন পাঞ্জাবের এই প্লেয়ার। এদিকে, খোদ রাহুল দ্রাবিড় তাঁর খোলায় মুগ্ধ। রাহুলের মতে, ওই বয়সে ওইরকম ফুটওয়ার্ক তিনি কারও মধ্যে দেখেননি। শুভমানের মধ্যে ‌যে আগ্রাসী মনোভাব রয়েছে তা সচারাচর দেখা ‌যায় না বলেও মন্তব্য করেছেন 'দ্য ওয়াল'।
 

.