'বেবিসিটার' ঋষভকে নিয়ে অভিনব টুইট আইসিসি'র

'বেবিসিটার' ঋষভকে নিয়ে অভিনব টুইট করল আইসিসি। আর সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

Updated By: Jan 23, 2019, 08:01 AM IST
'বেবিসিটার' ঋষভকে নিয়ে অভিনব টুইট আইসিসি'র

নিজস্ব প্রতিবেদন :  ২০১৮-র উঠতি ক্রিকেট তারকাদের মধ্যে তিনিই সেরা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিচারে বর্ষসেরা উঠতি তারকা ঋষভ পন্থ। ডনের দেশেও পারফরম্যান্সের পাশাপাশি জনপ্রিয় 'বেবিসিটার' ঋষভ পন্থ সংবাদ শিরোনামে। আইসিসি-র বর্ষসেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার পাওয়ার পর এবার 'বেবিসিটার' ঋষভকে নিয়ে অভিনব টুইট করল আইসিসি। আর সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন - বিরাটের সাফল্যে গর্বিত সচিন

মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট চলাকালীন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানের কাছে অজি অধিনায়ক টিম পেইন বেবিসিটার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন ঋষভ পন্থকে। নতুন বছরের প্রথম দিন অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টারের বাসভবনে অজি অধিনায়ক টিম পেইনের স্ত্রী বন পেইন দুই সন্তানের একজনকে ঋষভ পন্থের কোলে তুলে দেন। বাচ্চা কোলে ঋষভ পন্থের সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে পেইনের স্ত্রী লেখেন 'বেস্ট বেবিসিটার'। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। এমনকী আইসিসিও ভাইরাল হওয়া ছবিটি টুইট করে তখন। অস্ট্রেলিয়ায় সিরিজ চলাকালীন বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন 'বেবিসিটার' ঋষভ। আইসিসি-র ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কারের পর কার্টুনে ফিরে এলেন 'বেবিসিটার' ঋষভ পন্থ।

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খাতা খোলার রেকর্ড করেছিলেন পন্থ। গত বছর ইংল্যান্ডে সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক হয়েছিল ঋষভের। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তিনি। দেশের জার্সিতে আটটি ম্যাচে খেলেছিলেন পন্থ। ব্যাট করেছিলেন ১৪টি ইনিংসে। দুটো হাফ-সেঞ্চুরি ও একটি শতরান রয়েছে তাঁর। সব মিলিয়ে করেন ৫৩৭ রান। গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের ক্রিকেটে অভিষেক হয় পন্থের। ঋষভকে শুভেচ্ছা জানাতে আইসিসিও কার্টুনের মাধ্যমে টুইট করে লিখেছেন, "চ্যাম্পিয়ন বেবিসিটার, চ্যাম্পিয়ন ক্রিকেটার।" আর সেই কার্টুন এখন রীতিমতো ভাইরাল।   

.