"আশারাম বাপু-রাম রহিম আইনের হাত থেকে রক্ষে পায়নি, শামি কে?" বিস্ফোরক হাসিন
এমনকী বিসিসিআই কর্তাদের তোপ দাগেন হাসিন।
!["আশারাম বাপু-রাম রহিম আইনের হাত থেকে রক্ষে পায়নি, শামি কে?" বিস্ফোরক হাসিন "আশারাম বাপু-রাম রহিম আইনের হাত থেকে রক্ষে পায়নি, শামি কে?" বিস্ফোরক হাসিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/04/207055-7.jpg)
নিজস্ব প্রতিবেদন : বধূ নির্যাতনের মামলায় মহম্মদ শামির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরের দিনই শামির বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন হাসিন জাহাঁ।
সংবাদ সংস্থা এএনআইকে হাসিন জাহাঁ বলেন, "আমি বিচার ব্যবস্থার কাছে কৃতজ্ঞ। এক বছরেরও বেশি সময় ধরে আমি ন্যায়ের জন্য লড়ে যাছি। আপনারা সবাই সবটা জানেন, শামি মনে করে ও খুব ক্ষমতাশালী। ও(শামি) নিজেকে মনে করে ও একজন বড় ক্রিকেটার। ও নিজের শক্তি দেখাচ্ছে? ও হয়তো অনেকেরই সমর্থন পাচ্ছে, কিন্তু নিজের পাপ লুকোতে পারবে না।'' হাসিন আরও বলেন, ''যদি আমি পশ্চিমবঙ্গে না থাকতাম, যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী না হতেন, আমি এখানে নিরাপদে থাকতে পারতাম না। উত্তরপ্রদেশ পুলিস আমাকে আর আমার মেয়েকে হয়রান করার চেষ্টা করেছিল। ঈশ্বরের আশীর্বাদ যে তারা সফল হয়নি।''
আরও পড়ুন - US Open 2019: ইন্দ্রপতন! শেষ আটের লড়াই থেকে ছিটকে গেলেন রজার ফেডেরার
এমনকী বিসিসিআই কর্তাদের তোপ দাগেন হাসিন। তিনি বলেন, ''বেশ কয়েকজন বোর্ড কর্তার সমর্থনেই শামি এইসব কর্মকাণ্ড করে চলেছে। নয়তো এতদিনে নিজের ভুল শুধরে নিতে পারত শামি। আর বেশিদিন আর এসব চলবে না। আশারাম বাপু-রাম রহিম আইনের হাত থেকে রক্ষে পায়নি, তো শামি কে?''
সোমবারই আলিপুরের (ACJM) অতিরিক্ত মুখ্য দায়রা আদালতের বিচারক সুব্রত মুখোপাধ্যায় বধু নির্যাতন মামলায় শামি ও তাঁর দাদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতে আত্মসমপর্ণের জন্য শামিকে ১৫ দিন সময় দিয়েছে আদালত৷