'আগামী ১০ বছরে টেস্ট খেলবে মাত্র ৫ দেশ', ভবিষ্যৎ বাণী কেপির

কেপির মতে এটাই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ। আসলে যে হারে টেস্ট ম্যাচে দর্শক সংখ্যা কমছে তাতে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতন দলগুলি আর ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, বাংলাদেশের মতন দলগুলির সঙ্গে আর টেস্ট খেলতে চাইবে না।

Updated By: Feb 21, 2018, 08:51 PM IST
'আগামী ১০ বছরে টেস্ট খেলবে মাত্র ৫ দেশ', ভবিষ্যৎ বাণী কেপির

 

 

নিজস্ব প্রতিবেদন: টেস্ট ক্রিকেট নিয়ে কেভিন পিটারসনের ভবিষ্যৎ বাণী সোস্যাল মিডিয়ায় রীতিমত শোরগোল ফেলে দিয়েছে। ইংল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটার টুইট করে জানিয়েছেন আগামী দশ বছরে টেস্ট খেলবে মাত্র পাঁচটি দল। বাকি দলগুলি সাদা বলের সীমিত ওভারের ক্রিকেট খেলবে। কেপির মতে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান খেলবে টেস্ট ম্যাচ। তার তালিকায় নেই ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মতন দল। 

আরও পড়ুন- পিএনবি'র ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ ছাড়বেন বিরাট

টুইট করেই ক্ষান্ত হননি। কেপির মতে এটাই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ। আসলে যে হারে টেস্ট ম্যাচে দর্শক সংখ্যা কমছে তাতে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতন দলগুলি আর ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, বাংলাদেশের মতন দলগুলির সঙ্গে আর টেস্ট খেলতে চাইবে না।

 

.