IND vs PAK, ICC T20 World Cup 2022: সতীর্থ কপিলের বক্তব্যকে উড়িয়ে রোহিতের টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন গাভাসকর
IND vs PAK, ICC T20 World Cup 2022: যেখানে ভারতের শেষ চারে ওঠা নিয়ে নিশ্চিত নন কপিল, সেখানে ঠিক উল্টো পথে হাঁটলেন সানি। ভারতকে শুধু শেষ চারে নয়, ফাইনালে দেখছেন 'লিটল মাস্টার'।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) টিম ইন্ডিয়ার (Team India) সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কপিল দেব (Kapil Dev)। তাঁর দাবি ছিল, রোহিত শর্মার (Rohit Sharma) দলের কাপ জেতার ৩০ শতাংশ সুযোগও নেই! তবে প্রাক্তন সতীর্থের সঙ্গে একমত নন সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। যেখানে ভারতের শেষ চারে ওঠা নিয়ে নিশ্চিত নন কপিল, সেখানে ঠিক উল্টো পথে হাঁটলেন সানি। ভারতকে শুধু শেষ চারে নয়, ফাইনালে দেখছেন 'লিটল মাস্টার'।
দুই ফাইনালিস্ট টিম হিসেবে তাঁর বাজি ভারত ও অস্ট্রেলিয়া। এক ক্রীড়া সম্প্রচার চ্যানেলের অনুষ্ঠানে ‘লিটল মাস্টার’ বলেন, 'কোনও সন্দেহ নেই, ভারত ফাইনাল খেলবে। সঙ্গে অস্ট্রেলিয়াও। আমি এখানে রয়েছি বলে বুঝতে পারছি রহিত-বিরাটদের সঙ্গে মার্শ-হ্যাজেলউডরা ফাইনাল ওঠার ব্যাপারে কতটা ফেভারিট।'
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, 'বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এতে রোহিতরা মানসিকভাবে এগিয়েই বিশ্বকাপে খেলতে নামবে। তবে জসপ্রীত বুমরার না থাকাটা বড় ক্ষতি। ও দীর্ঘদিন ধরে দলের প্রধান বোলার। বুমরার উপস্থিতি ভারতীয় বোলিং লাইন-আপের ভারসাম্য অবশ্যই বাড়াত। তবে শামি-অর্শদীপরা অস্ট্রেলিয়ার কন্ডিশনের পুরোপুরি সদ্ব্যবহার করতে পারলে ভারত ফায়দা তুলতে পারে। শুরুটা ভালে হলে রোহিত-ব্রিগেড যে কোনও প্রতিপক্ষের ঘাড়ে রানের পাহাড় চাপিয়ে দিতে সক্ষম। রান তাড়া করার ব্যাপারেও ওপেনারদের বড় দায়িত্ব রয়েছে।'
আরও পড়ুন: Mamata Banerjee | Sourav Ganguly | BCCI President: 'সৌরভ বিজেপি-র রাজনৈতিক প্রতিহিংসার শিকার'
রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসেবে অক্ষর প্যাটেলই প্রথম পছন্দ গাভাসকরের। তাঁর কথায়, 'জাড্ডুর অনুপস্থিতি কাজে লাগানো উচিত অক্ষরের। ও কম রান দেওয়ার পাশাপাশি উইকেট সংগ্রহেও দক্ষ। ইদানীং বোলিংয়ে বৈচিত্র্য বাড়িয়েছে। তবে ব্যাটিং ও ফিল্ডিংয়ের দিক থেকে জাদেজার সমমানের হতে অক্ষরের আরও সময় লাগবে।'
গাভাসকরের ধারণা, শেষ চারে উঠবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ও ভারত। আর শেষ পর্যন্ত খেতাবি লড়াইয়ে অবতীর্ণ হবে ভারত ও অস্ট্রেলিয়া। সবচেয়ে ভাল ব্যাপার কে এল রাহুল এবং সূর্য কুমারের অসাধারণ ব্যাটিং। ভুবনেশ্বর ক'দিন আগেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। কিন্তু অস্ট্রেলিয়ায় আসার পর থেকে পারফরমেন্সে উন্নতি হয়েছে তাঁর। এমনটাই দাবি করলেন তিনি। সব মিলিয়ে ভারতীয় দল একটা কমপ্লিট প্যাকেজ মনে করেন সানি।