Shikhar Dhawan, IND vs SA : 'গব্বর'-এর হাতে জাতীয় দলের দায়িত্ব, সুযোগ পেলেন বাংলার মুকেশ, শাহবাজ
Shikhar Dhawan, IND vs SA : দুই দলই বর্তমানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে একদিনের সিরিজে সুযোগ দেওয়া হয়েছে তরুণদের। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআই ৬ অক্টোবর লখনউতে, দ্বিতীয়টি ৯ অক্টোবর রাঁচিতে এবং তৃতীয়টি ম্যাচটি ১১ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) দরজায় কড়া নাড়ছে। সেইজন্য দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলার পরেই অস্ট্রেলিয়া (Australia) উড়ে যাবে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India)। সেইজন্য প্রোটিয়াসদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan) অধিনায়ক হিসেবে বেছে নিল জাতীয় নির্বাচক মণ্ডলী। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে স্ট্যান্ড বাই হিসেবে থাকলেও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) একদিনের সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
এ দিকে বঙ্গ ক্রিকেটের জন্য সুখবর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৬ জনের দলে রয়েছেন বাংলার মুকেশ কুমার (Mukesh Kumar) ও শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে দুরন্ত বোলিং করার পর চলতি ইরানি কাপে সৌরাষ্ট্রকে একাই বুঝে নিয়েছেন এই জোরে বোলার। তাই মুকেশকে সুযোগ দেওয়া হল। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করার পর আইপিএল-এর মতো বড় মঞ্চে নিজেকে মেলে ধরেছেন শাহবাজ। তাই প্রোটিয়াসদের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে আগে থেকেই ছিলেন। এ বার বাঁহাতি অলরাউন্ডারকে একদিনের দলেও দেখা যাবে।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
Shikhar Dhawan (C), Shreyas Iyer (VC), Ruturaj Gaikwad, Shubhman Gill, Rajat Patidar, Rahul Tripathi, Ishan Kishan (WK), Sanju Samson (WK), Shahbaz Ahmed, Shardul Thakur, Kuldeep Yadav, Ravi Bishnoi, Mukesh Kumar, Avesh Khan, Mohd. Siraj, Deepak Chahar.#TeamIndia | #INDvSA
— BCCI (@BCCI) October 2, 2022
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৬ অক্টোবর অস্ট্রেলিয়া রওনা দিতে পারে ভারতীয় দল। তাই বিরাট কোহলি-কেএল রাহুলদের দলে রাখা হয়নি। দলে রয়েছেন মহম্মদ সিরাজ এবং দীপক চাহার। জসপ্রীত বুমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারলে এই দুই পেসারের এক জন সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। দলে নেই করোনা মুক্ত মহম্মদ শামিও।
আরও পড়ুন: Jasprit Bumrah : কেমন চোটে ভুগছেন বুমরা? সুস্থ হয়ে মাঠে ফিরতে কতদিন লাগবে? জেনে নিন
আরও পড়ুন: চিলিতে ভেঙে পড়ল ফুটবল স্টেডিয়ামের ছাদ, ভাইরাল ভিডিয়ো দেখলে চমকে যাবেন!
এ দিকে আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে ভাল পারফর্ম করার সুবাদে টিম ইন্ডিয়ার সংসারে ঢুকে পড়লেন রজত পতিদার। আছেন রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিলরা। উইকেটকিপার হিসাবে রাখা হয়েছে ঈশান কিশন, সঞ্জু স্যামসনকে। দলে রয়েছেন পেসার আবেশ খান।
দুই দলই বর্তমানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে একদিনের সিরিজে সুযোগ দেওয়া হয়েছে তরুণদের। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআই ৬ অক্টোবর লখনউতে, দ্বিতীয়টি ৯ অক্টোবর রাঁচিতে এবং তৃতীয়টি ম্যাচটি ১১ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে।
দেখে নিন ভারতীয় দল-
শিখর ধাওয়ান (অধিনায়ক),শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক),রুতুরাজ গায়কোয়াড়,শুভমন গিল,রজত পতিদার,রাহুল ত্রিপাঠি,ঈশান কিশান (উইকেটকিপার) ,সঞ্জু স্যামসন (উইকেটকিপার),শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর,কুলদীপ যাদব, রবি বিষ্ণোই,মুকেশ কুমার, আবেশ খান,মহম্মদ সিরাজ, দীপক চাহার।