Rahul Dravid, IND vs SL: রক্তচাপ বেড়ে অসুস্থ হলেও রোহিত-বিরাটদের সঙ্গে ইডেনে এলেন রাহুল দ্রাবিড়
বুধবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দ্রাবিড়। সূত্রের খবর, তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়েছিল। ভারতীয় দলের সঙ্গেই থাকেন চিকিৎসক।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2021/09/24/347315-sabya.jpg?itok=QispSdU3)
![Rahul Dravid, IND vs SL: রক্তচাপ বেড়ে অসুস্থ হলেও রোহিত-বিরাটদের সঙ্গে ইডেনে এলেন রাহুল দ্রাবিড় Rahul Dravid, IND vs SL: রক্তচাপ বেড়ে অসুস্থ হলেও রোহিত-বিরাটদের সঙ্গে ইডেনে এলেন রাহুল দ্রাবিড়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/12/403684-5.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় দলে নজিরবিহীন ঘটনা। রক্তচাপ বেড়ে যাওয়ার জন্য অসুস্থ হয়ে পড়েন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। যদিও শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে দলের সঙ্গেই ক্রিকেটের নন্দনকাননে পা রাখেন, টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ। রোহিত শর্মা (Rohit Sharma) -বিরাট কোহলিদের (Virat Kohli) সঙ্গে টিম বাসেই আসেন 'দ্যা ওয়াল'। শোনা যাচ্ছে বুধবার রাতের দিকে দিকে তাঁর রক্তচাপ বেড়ে গিয়েছিল। সেইজন্য দলের ডাক্তারদের কাছে চিকিৎসা করিয়ে তারপর মাঠে পা রাখেন দ্রাবিড়।
বুধবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দ্রাবিড়। সূত্রের খবর, তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়েছিল। ভারতীয় দলের সঙ্গেই থাকেন চিকিৎসক। তিনি রক্তচাপ পরীক্ষা-সহ একাধিক সতর্কতা মূলক পদক্ষেপ নেন। সিএবি-কে জানানো হয় যে, রাতেই কয়েকটি ওষুধ জরুরি ভিত্তিতে লাগবে। সেই কারণে টেলমা জাতীয় কয়েকটি ওষুধ দ্রুত পৌঁছে দেওয়া হয় টিম হোটেলে।
আরও পড়ুন: IND vs SL: চাহালের কাঁধে চোট! পয়া ইডেনে ফের নামলেন হ্যাটট্রিক করা 'ব্রাত্য' কুলদীপ
টি-টোয়েন্টি সিরিজ জেতা আগেই হয়ে গিয়েছে। এবার লক্ষ্য একদিনের সিরিজ জয়। সেই টার্গেট নিয়েই ইডেন গার্ডেন্সে নেমেছে ভারতীয় দল। এর আগে রাহুল দ্রাবিড়ের জন্মদিন (Rahul Dravid Birthday) পালন করল ভারত। 'দ্যা ওয়াল'-এর জন্মদিন সেলিব্রেশনের সেই ভিডিয়ো বিসিসিআই (BCCI) টুইটারে তুলে ধরেছে। বিসিসিআই-এর পোস্ট করা ভিডিয়োতে দেখা যায় হোটেলে একটি কেক কাটছেন দ্রাবিড়। তাঁকে ঘিরে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। হাততালি দিচ্ছেন দলের সদস্য। ৫০ বছরে পা রাখলেন দ্রাবিড়।