করোনা পরবর্তী সময়ে কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টিম ইন্ডিয়া? ইঙ্গিত BCCI-এর
ভারতীয় ক্রিকেট দল এখনও অনুশীলন শুরু করেনি।
নিজস্ব প্রতিবেদন: করোনা উদ্বেগ কাটিয়ে ধীরে ধীরে বাইশ গজে ফিরতে চলেছে ক্রিকেট। ইতিমধ্যেই অনুশীলনও শুরু করে দিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের মতো দেশ গুলি। ৮ জুলাই থেকে ফের ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে ভারতীয় ক্রিকেট দল এখনও অনুশীলন শুরু করেনি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে অগাস্টে শ্রীলঙ্কা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে বিরাটরা, ইঙ্গিত বিসিসিআই-এর।
জুন মাসে শ্রীলঙ্কায় তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু করোনা সংক্রমণের কারণে সেই সেই সফর বাতিল হয়। এবার অগাস্টে শ্রীলঙ্কা সফরের সবুজ সংকেত দিয়েছে বিসিসিআই। তবে, সবটাই অবশ্য নির্ভর করছে সরকারের সবুজ সংকেতের ওপরই।
আরও পড়ুন - কর সংক্রান্ত সমস্যা মেটাতে BCCI-কে বাড়তি সময় দিল ICC