India Tour Of South Africa: COVID-19 আতঙ্কেও খেলা হবে! জানিয়ে দিল BCCI
ব্লুমফন্টেনের মাংগংয় ওভালে বৃষ্টির জন্য প্রথম টেস্ট ড্র হয়ে গিয়েছে।
![India Tour Of South Africa: COVID-19 আতঙ্কেও খেলা হবে! জানিয়ে দিল BCCI India Tour Of South Africa: COVID-19 আতঙ্কেও খেলা হবে! জানিয়ে দিল BCCI](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/27/355769-india-as-tour-of-south-africa.jpg)
নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকায় (South Africa) সন্ধান মিলেছে নতুন প্রজাতির করোনা ভাইরাস। করোনাতঙ্কে ইন্ডিয়া 'এ' দলের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে অনিশ্চয়তার মেঘ জমেছিল। কিন্তু বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল (Arun Dhumal) জানিয়ে দিলেন যে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী খেলা হবে।
এই মুহূর্তে প্রিয়ঙ্ক পাঞ্চালের (Priyank Panchal) ইন্ডিয়া 'এ' দল দক্ষিণ আফ্রিকায় সফররত। প্রোটিয়া 'এ' দলের বিরুদ্ধে তিনটি চারদিনের বেসরকারি টেস্ট ম্যাচ খেলবে সাইরাজ বাহুতুলের শিষ্যরা। ব্লুমফন্টেনের মাংগংয় ওভালে বৃষ্টির জন্য প্রথম টেস্ট ড্র হয়ে গিয়েছে। সিরিজের বাকি ম্যাচগুলিও হচ্ছে।
আরও পড়ুন: ভয় ধরাচ্ছে নতুন প্রজাতির COVID-19! ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এবার প্রশ্ন
অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ শেষ হলেই টিম ইন্ডিয়া উড়ে যাবে দক্ষিণ আফ্রিকায়। প্রোটিয়াদের বিরুদ্ধে বিরাট কোহলি-রোহিত শর্মারা পূর্ণাঙ্গ (তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-২০) সিরিজ খেলবে। ভারতীয় দল ৮ বা ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিমান ধরার কথা রয়েছে। সেই সফরও হচ্ছে। ধুমাল এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "সফর হচ্ছে। আমরা বিষয়টিতে নজর রাখছি।"
দক্ষিণ আফ্রিকায় পাওয়া ভাইরাসের নতুন চরিত্র নিয়ে বিশেষজ্ঞরা বলছেন যে, নয়া প্রজাতির করোনা সংক্রমণে আরও বহুগুণ শক্তিশালী। ভাইরাসের বি.১.১.৫২৯ প্রজাতির সন্ধান মিলেছে বৎসোয়ানা, দক্ষিণ আফ্রিকা ও হংকংয়ে। সেই দেশগুলিতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এমনকী এই দেশগুলি ভারতে আসা ব্যক্তিদের জন্য "কঠোর স্ক্রিনিং এবং পরীক্ষা" করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সতর্ক করা হয়েছে রাজ্যগুলিকে।