ধোনির স্লোগান জিতল দিল্লি, অসিদের স্লোগান লাজ বাঁচাও

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ফিরোজ শা কোটলায় নামছে ভারত। এর পাশাপাশি ভারতের সামনে থাকছে নতুন রেকর্ড গড়ার হাতছানি। ফিরোজ শা কোটলাতে জয় পেলে ক্রিকেট ইতিহাসে ভারত এই প্রথম কোনও দলকে টেস্টে ৪-০ ব্যবধানে হারাবে। এর আগে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারত ৩-০ ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ডকে। তাই সেদিক থেকে দেখলে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় গড়তে চলেছেন।

Updated By: Mar 21, 2013, 07:08 PM IST

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ফিরোজ শা কোটলায় নামছে ভারত। এর পাশাপাশি ভারতের সামনে থাকছে নতুন রেকর্ড গড়ার হাতছানি। ফিরোজ শা কোটলাতে জয় পেলে ক্রিকেট ইতিহাসে ভারত এই প্রথম কোনও দলকে টেস্টে ৪-০ ব্যবধানে হারাবে। এর আগে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারত ৩-০ ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ডকে। তাই সেদিক থেকে দেখলে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় গড়তে চলেছেন।
ভারতের তরুণ ক্রিকেটাররা যেভাবে পারফর্ম করছেন তাতে ভারতীয় ক্রিকেট মহল এব্যাপারে যথেষ্ট আশাবাদী। এই টেস্টে ভারতীয় দলে একটি পরিবর্তন হচ্ছেই। চোট পাওয়া শিখর ধাওয়ানের জায়গায় দলে আসতে পারেন অজিঙ্কা রাহানে। তবে যদি সুরেশ রায়নাকে দলে নেওয়া হয় তাহলে মুরলি বিজয়ের সঙ্গে ওপেন করবেন চেতেশ্বর পূজারা। বাকি দল অপরিবর্তিতই থাকছে এমনই ইঙ্গিত পাওয়া গেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছ থেকে। এদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের খেলা অনিশ্চিত। ক্লার্ক না খেললে অসিদের নেতৃত্ব দেবেন শ্যেন ওয়াটসন।
ম্যাচ শুরু সকাল সাড়ে ৯টা থেকে।

.