আজ ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত

ত্রিদেশীয় সিরিজের শুরুটাও ভাল হয় নি ভারতের। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। তবে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এতে ভেঙে পড়তে রাজি নন। তিনি মনে করেন সিরিজে এখনও অনেক ম্যাচ বাকি আছে। তাঁর মতে পার্থে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ঘুরে দাঁড়াবে দল।

Updated By: Feb 7, 2012, 09:36 PM IST

ত্রিদেশীয় সিরিজের শুরুটাও ভাল হয় নি ভারতের। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। তবে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এতে ভেঙে পড়তে রাজি নন। তিনি মনে করেন সিরিজে এখনও অনেক ম্যাচ বাকি আছে। তাঁর মতে পার্থে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ঘুরে দাঁড়াবে দল। বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে দলে কয়েকটি পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় টীম ম্যানেজমেন্ট। দুই স্পিনারের পরিবর্তে এই ম্যাচে ভারতের এক স্পেশালিস্ট স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে রাহুল শর্মা বাদ পড়তে পারেন। দলে আসতে পারেন ইরফান পাঠান অথবা জাহির খান। এছাড়াও রবীন্দ্র জাদেজা এবং সুরেশ রায়নার মধ্যে একজনের উপর কোপ পড়তে পারে। কারন দলের একাংশ এই দুই ক্রিকেটারের পারফরম্যান্সে সন্তুষ্ট নয়। তবে ধোনি চাইছেন দুই ক্রিকেটারকেই আরও একবার সুযোগ দিতে। বীরেন্দ্র সেওয়াগকে এই ম্যাচে খেলাতে চলেছে ভারতীয় দল। সেওয়াগ খেললে বাদ পড়তে পারেন গম্ভীর অথবা রায়না। প্রবীণ কুমারের পরিবর্তে দলে আসতে পারেন উমেশ যাদব। শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে এই ম্যাচ দিয়ে শুরু করছে ত্রিদেশীয় সিরিজের অভিযান। টেস্টে হোয়াইট ওয়াশ হলেও একদিনের ক্রিকেটে ভারত যথেষ্ট শক্তিশালী। এমনটাই মনেকরেন শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। তাই ভারতের বিরুদ্ধে নামার বেশ সতর্ক লঙ্কার ক্রিকেটাররা।  

.