ব্যাডমিন্টনের মিক্সড ডাবলসে বিদায় ভারতের

শনিবারের মত রবিবারও অলিম্পিকে ব্যাডমিন্টনে মিশ্র ফল করল ভারত। অলিম্পিকে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার পঞ্চম বাছাই সাইনা নেহওয়াল গ্রুপ ই-এর প্রথম ম্যাচে স্ট্রেট গেমে হারালেন সুইস প্রতিপক্ষ সাব্রিনা জ্যাকেটকে।

Updated By: Jul 29, 2012, 08:14 PM IST

শনিবারের মত রবিবারও অলিম্পিকে ব্যাডমিন্টনে মিশ্র ফল করল ভারত। অলিম্পিকে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার পঞ্চম বাছাই সাইনা নেহওয়াল গ্রুপ ই-এর প্রথম ম্যাচে স্ট্রেট গেমে হারালেন সুইস প্রতিপক্ষ সাব্রিনা জ্যাকেটকে। খেলার ফলাফল ২১-৯, ২১-৪। অন্যদিকে মিক্সড ডাবলসে বাছাই পর্বের খেলায় বিদায় নিলেন ভারতের জোয়াল গুট্টা এবং ভি ডিজু।
ডেনমার্ক জুটির কাছে ২-০ গেমে হেরে যান ভারতীয় জুটি। কার্যত ডেনমার্ক জুটির কাছে আত্মসম্পর্ণ করতে বাধ্য হন জোয়ালারা। শনিবার মিক্সড গ্রুপ লিগের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার জুটির কাছে স্ট্রেট গেমে হেরে যান ভারতের জোয়ালা গুট্টা-ভি ডিজু জুটি। মাত্র ২৫ মিনিটে ১৬-২১, ১২-২১ ফলে হারেন ভারতীয় জুটি। গোটা ম্যাচে কোন প্রতিদ্বন্দ্বিতাই তুলে ধরতে পারেনি জোয়ালা-ডিজু জুটি। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে রবিবারে জিততেই হত জোয়ালাদের।
অন্যদিকে শনিবার ডাবলসেও অশ্বিনী পোনাপ্পাকে নিয়ে গ্রুপ লিগের প্রথম ম্যাচ হারেন জোয়ালা গুট্টা। অলিম্পিকে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে ডাবলসের গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচটিকে জিততেই হবে তাঁদের। তবে শনিবার পুরুষদের সিঙ্গলস বিভাগে স্ট্রেট গেমে জয় পান ভারতের পারুপল্লি কাশ্যপ। গ্রুপ ডি-এর প্রথম ম্যাচে বেলজিয়ামের ট্যান ইউহানকে ২১-১৪, ২১-১২ ফলে হারিয়ে দেন কাশ্যপ। এই জয়ের ফলে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন তিনি।

 

.