ক্রিকেট নয়, অস্ট্রেলিয়ায় টেনিসে সাফল্য ভারতের
শুক্রবার মেলবোর্ন পার্কে দাপট দেখালেন ভারতীয় টেনিস তারকারা। রাদেক স্টেপানেককে সঙ্গী করে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডাবলসের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লিয়েন্ডার পেজ।
শুক্রবার মেলবোর্ন পার্কে দাপট দেখালেন ভারতীয় টেনিস তারকারা। রাদেক স্টেপানেককে সঙ্গী করে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডাবলসের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লিয়েন্ডার পেজ। চতুর্দশ বাছাই ইতালিয় জুটির বিরুদ্ধে স্ট্রেট সেটে ম্যাচ জেতে ইন্দো-চেক জুটি। লিয়েন্ডারদের পক্ষে খেলার ফল ৬-২,৭-৬। মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ভারতীয় জুটি মহেশ ভূপতি আর সানিয়া মির্জা। প্রথম রাউন্ডে নেদারল্যান্ডস আর দক্ষিণ আফ্রিকার জুটিকে স্ট্রেট সেটে হারান ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। লিজা রেমন্ডকে সঙ্গী করে মিক্সড ডাবলসের পরের রাউন্ডে পৌঁছেছেন রোহন বোপান্নাও। কার্যত একতরফা ম্যাচে বোপান্নারা জেতেন ৬-১, ৬-০ ব্যবধানে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল। স্লোভাকিয়ার লুকাস ল্যাকোকে স্ট্রেট সেটে হারিয়ে দেন স্প্যানিশ তারকা। রড লেভার এরিনায় দুঘণ্টারও কম সময়ে ম্যাচ জিতে নেন ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাদাল। চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন রজার ফেডেরার। ক্রোয়েশিয়ার কার্লোভিচকে ৭-৬, ৭-৫, ৬-৩ ব্যবধানে হারান সুইস তারকা। মহিলা বিভাগে তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন শীর্ষবাছাই ওজিয়ানাকি। রোমানিয়ার মোনিকাকে স্ট্রেট সেটে হারান মহিলাদের এক নম্বর।