ওভালে গেম ওভার ভারতের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ পকেটে পুড়ে নিল মিতালী রাজ, ঝুলন গোস্বামীরা। মন্দনা, হরমনপ্রীতদের দাপটেই ওভালে জিতল ভারতীয় দল। আর এই জয়েই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন উইম্যান ইন ব্লু-রা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার টানা তিন ম্যাচ জয়ের স্বপ্ন নিয়ে খেলতে নেমেছে বিরাট ব্রিগেডও।
নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতল ভারতীয় মহিলা ব্রিগেড। ম্যান্ডেলার দেশে জয় ছিনিয়ে নিয়ে সিরিজ নিজেদের পকেটে পুড়ে নিল মিতালি রাজের দল। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ আগে থাকতেই জয় পেল উইমেন ইন ব্লু। ম্যাচের নায়িকা বাঁ হাতি ওপেনার স্মৃতি মন্দনা (১৩৫)। এই ম্যাচে উইকেট নিয়ে স্বর্ণোজ্বল ইতিহাস গড়লেন বঙ্গ তনয়া ঝুলন গোস্বামীও। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ২০০টি উইকেটের (ওয়ানডে) মালিক হলেন এই বঙ্গ তারকা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের এই অনন্য নজিরে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর।
What a match this is turning out to be!! Stellar performance by @mandhana_smriti once again. A big congratulations to #JhulanGoswami on her 200th ODI wicket. #Jhulan200 #SAWvINDW pic.twitter.com/Qz8potomrj
— Sachin Tendulkar (@sachin_rt) February 7, 2018
উল্লেখ্য, ভারতের ৩০২ রানের জবাবে ১২৪ রানেই গুটিয়ে যায় প্রোটিয় ব্রিগেড। ১৭৮ রানের এই বিরাট জয় নিঃসন্দেহে ভারতের সবথেকে বড় জয়গুলির মধ্যে একটি। ভারতের হয়ে উজ্জ্বল বোলিং পারফর্ম্যান্স পুনম যাদবের (৪/২৪)।
Congrats! Jhulan Goswami on claiming landmark 200 wickets in ODIs #Jhulan200 pic.twitter.com/9hGBAVSX9d
— BCCI Women (@BCCIWomen) February 7, 2018
প্রসঙ্গত, এদিন দক্ষিণ আফ্রিকার দুই প্রান্তে দুই ভারতীয় দলের দাপট দেখল গোটা ক্রিকেট বিশ্ব। কেপটাউনের নিউল্যান্ডসে সার দুপুর-বিকেল চলল 'বিরাট শো'। অন্যদিকে স্মৃতির শতরানে উত্তাল ওভালও। মন্দনা, হরমনপ্রীতদের দাপটে যেখানে সকাল থেকেই দক্ষিণ আফ্রিকাকে বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন করল ভারতের তন্বীরা। সেখানে বেলা গড়াতেই শুরু হল ধাওয়ানদের ধামাকা। ওভালে যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০৩ রানের লক্ষ্য রেখেছে মিতালী রাজের দল। তখন ধাওয়ান-কোহলি যুগলবন্দি এগিয়ে নিয়ে গেল মেন ইন ব্লু-কে। কেপটাউনে শেষ বিকেলে দেখা গেল বিরাটের মার। নির্ধারিত ৫০ ওভারের শেষে কোহলির দাপটে দক্ষিণ আফ্রিকার সামনে তিন শতাধিক রানের লক্ষ্য মাত্রা রাখল ভারত। বিরাট একাই ১৬০*।
আরও পড়ুন- বিরাটোচিত শতরান, অভ্যাসে দাঁড়িয়েছে কোহলির
এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ পকেটে পুড়ে নিল মিতালী রাজ, ঝুলন গোস্বামীরা। মন্দনা, হরমনপ্রীতদের দাপটেই ওভালে জিতল ভারতীয় দল। আর এই জয়েই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন উইমেন ইন ব্লু-রা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার টানা তিন ম্যাচ জয়ের স্বপ্ন নিয়ে খেলতে নেমেছে বিরাট ব্রিগেডও। কেপটাউনে প্রথমে ব্যাট করে মার্কর্যাম, আমলাদের বিরুদ্ধে ৩০৪ রানের লক্ষ্য রাখল মেন ইন ব্লু-রা।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়