চমকহীন দলে জাদেজা ব্রাত্য, ওয়ানডেতে নতুন মুখ গুরকিরত‍, টি২০তে অরবিন্দ

কোনও পরীক্ষানিরীক্ষার পথে না হেঁটে প্রত্যাশিত পথেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে-টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করলেন ভারতীয় নির্বাচকরা। ওয়ানডে ও টি২০ দুটোতেই ভারতীয় দলকে নেতৃত্বে দেবেন ধোনি। প্রথম তিনটি ওয়ানডে দলে একমাত্র চমক বলতে পঞ্জাবের ২৫ বছরের অলরাউন্ডার গুরকিরত্‍ সিং মান। বাংলাদেশ এ দলের বিরুদ্ধে ক দিন আগেই যিনি ব্যাট হাতে দারুণ একটা হাফ সেঞ্চুরি করার পর পাঁচ উইকেট তুলে নেন। ক মাস ধরেই গুরকিরতের পারফরম্যান্স বাধ্য করল ধোনির প্রিয় পাত্র রবীন্দ্র জাদেজাকে ব্রাত্য রাখতে। শ্রীলঙ্কায় সেভাবে নজর কাড়তে না পারলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলে রাখা হল হরভজন সিংকে। চোট সারিয়ে দলে ফিরছেন ওপেনার শিখর ধাওয়ান।

Updated By: Sep 20, 2015, 02:16 PM IST
চমকহীন দলে জাদেজা ব্রাত্য, ওয়ানডেতে নতুন মুখ গুরকিরত‍, টি২০তে অরবিন্দ

ওয়েব ডেস্ক: কোনও পরীক্ষানিরীক্ষার পথে না হেঁটে প্রত্যাশিত পথেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে-টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করলেন ভারতীয় নির্বাচকরা। ওয়ানডে ও টি২০ দুটোতেই ভারতীয় দলকে নেতৃত্বে দেবেন ধোনি। প্রথম তিনটি ওয়ানডে দলে একমাত্র চমক বলতে পঞ্জাবের ২৫ বছরের অলরাউন্ডার গুরকিরত্‍ সিং মান। বাংলাদেশ এ দলের বিরুদ্ধে ক দিন আগেই যিনি ব্যাট হাতে দারুণ একটা হাফ সেঞ্চুরি করার পর পাঁচ উইকেট তুলে নেন। ক মাস ধরেই গুরকিরতের পারফরম্যান্স বাধ্য করল ধোনির প্রিয় পাত্র রবীন্দ্র জাদেজাকে ব্রাত্য রাখতে। চোট সারিয়ে দলে ফিরছেন ওপেনার শিখর ধাওয়ান।

শ্রীলঙ্কায় টেস্টে দারুণ বল করা অমিত মিশ্রকেও দলে রাখা হল। ইশান্ত শর্মা দলে জায়গা পেলেন না। তিন পেসার হিসেবে দলে থাকলেন ভূবনেশ্বর কুমার, মোহিত শর্মা, উমেশ যাদব। স্টুয়ার্ট বিনি ও অক্ষর প্যাটেল থাকলেন অলরাউন্ডার হিসেবে।

টি২০ দলেও সেরকম কোনও চমক নেই। নতুন মুখ কর্নাটকের শ্রীনাথ অরবিন্দ। টি ২০ দলে আছেন হরভজন সিং। টি ২০ দলে নেই গুরকিরত‍, উমেশ যাদব। বাকি ওয়ানডে দলের সবাই সুযোগ পেয়েছেন টি২০ দলে।
তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু ২ অক্টোবর। ১১ অক্টোবর শুরু পাঁচ ম্যাচের একদিনের সিরিজ।

প্রথম তিনটি ওয়ানডে ম্যাচের জন্য ভারতীয় দল- মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে, আম্বাতি রায়াড়ু, স্টুয়ার্ট বিনি, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, গুরকিরত‍্ সিং মান, অমিত মিশ্র, ভূবনেশ্বর কুমার, মোহিত শর্মা, উমেশ যাদব।

টি২০ সিরিজে ভারতীয় দল- মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে, আম্বাতি রায়াড়ু, স্টুয়ার্ট বিনি, রবীচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, অক্ষর প্যাটেল, শ্রীনাথ অরবিন্দ, অমিত মিশ্র, ভূবনেশ্বর কুমার, মোহিত শর্মা।

Tags:
.