এক নজরে দেখে নিন আজ কোন কোন ইভেন্টে রয়েছে ভারতীয় দল
কয়েক ঘণ্টা আগেই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হল গ্রেটেস্ট শো অন আর্থের। শুরু হল অলিম্পিক গেমস-২০১৬। তাক লাগিয়ে দেওয়ার মত ছিল উদ্বোধনী অনুষ্ঠান। আতসবাজির রোশনাই থেকে আলোর ঝলকানি...সবই ছেয়ে যায় মারাকানার আকাশ।
![এক নজরে দেখে নিন আজ কোন কোন ইভেন্টে রয়েছে ভারতীয় দল এক নজরে দেখে নিন আজ কোন কোন ইভেন্টে রয়েছে ভারতীয় দল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/06/62591-rio-challange.jpg)
ওয়েব ডেস্ক : কয়েক ঘণ্টা আগেই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হল গ্রেটেস্ট শো অন আর্থের। শুরু হল অলিম্পিক গেমস-২০১৬। তাক লাগিয়ে দেওয়ার মত ছিল উদ্বোধনী অনুষ্ঠান। আতসবাজির রোশনাই থেকে আলোর ঝলকানি...সবই ছেয়ে যায় মারাকানার আকাশ।
আরও পড়ুন- বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল রিও অলিম্পিক
এদিকে, আজ থেকেই রিওতে শুরু হয়ে যাচ্ছে ভারতীয়দের চ্যালেঞ্জ। টেনিসে পুরুষদের ডাবলসে আজ কোর্টে নামছে লিয়েন্ডার-বোপান্না জুটি। প্রার্থনাকে সঙ্গী করে মহিলাদের ডাবলসেও নামছেন সানিয়া মির্জা। পাশাপাশি পুরুষদের হকিতে শ্রীজেশদের আজ প্রথম ম্যাচ। ভারতীয় দল মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। মহিলাদের টেবিল টেনিসে রোমানিয়ান প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছেন বাংলার মৌমা দাস। তবে এতকিছুর মাঝে সবার নজর থাকবে পদক জেতার অন্যতম দাবিদার শুটার জীতু রাইয়ের দিকে। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের কোয়ালিফিকেশক রাউন্ডে নামছেন ভারতীয় শুটার।
WATCH: Abhinav Bindra leads the Indian Contingent at the #OpeningCeremony of the #Rio2016https://t.co/cNRDPfsCVr
— ANI (@ANI_news) August 6, 2016