পুজোর মরশুমেই ইডেনে ভারত-অস্ট্রেলিয়া মহারণ, জমজমাট তিলোত্তমা
ওয়েব ডেস্ক : গত একমাসের বেশি সময় ধরে শ্রীলঙ্কা বধের পর, এবার ক্যাঙারুদের পালা। টিম কোহলির হাত ধরে ফের ভারত কি হোয়াইট ওয়াশ করতে পারবে তাদের?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে টিম কোহলি। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ ইডেনে। একদিকে পুজোর মেজাজ, আর অন্যদিকে ম্যাচের উত্তেজনা। সব মিলিয়ে জমজমাট কলকাতা।
আরও পড়ুন- স্মিথের প্রতি বিরাট-বিদ্রূপ সোশ্যাল মিডিয়ায় দাবানল
চেন্নাইয়েক মতো ইডেনের পিচেও কুলদীপ যাদব, যজুর্বেন্দ্র চাহালরাই প্রধান প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন ধরে নিয়েই এগোচ্ছেন স্টিভ স্মিথরা। ইডেনে অনুশীলনে এসেও নেট প্র্যাকটিস এড়িয়ে গেলেন। একমাত্র কেদার যাদব, লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল ইডেনের ইন্ডোরে কিছুটা নেটে অনুশীলন সারেন। কিন্তু, বিরাট-ধোনি-রোহিতরা ইডেনে ড্রেসিংরুমের সামনে ফুটবল নিয়ে হাল্কা কসরত করেন। আসলে নিজেদের মধ্যে ঠাট্টা তামাশা করেই মানসিক চাপ কাটালেন তাঁরা। ইডেন থেকে বেরিয়ে মাহি আবার পুলিসের একটি অনুষ্ঠানে গিয়ে রাইফেল শুটিংয়েও অংশ নিলেন। ১-০ দল এগিয়ে থাকায়, স্বস্তিতে বিরাট। সাংবাদিক সম্মেলনে কুলদীপ এসে পরিস্কার জানালেন তার কাছে চ্যালেঞ্জ একমাত্র স্মিথের উইকেটটাই।
চেন্নাইয়ের ভারতীয় দলই অপরিবর্তিত থাকার সম্ভাবনা প্রবল। তবে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দলে আসতে পারেন সামি অথবা উমেশ।