ভেজা আউটফিল্ড, হায়দরাবাদে পিছিয়ে গেল টস
নিজস্ব প্রতিবেদন: মাঠ ভিজে থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে পিছিয়ে গেল টস। শুক্রবার হায়দরাবাদের উপ্পলের রাজীব গান্ধী স্টেডিয়ামে সন্ধ্যে ৬.৩০মিনিটে টস হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় তা পিছিয়ে যায়। শেষ খবর অনুসারে ৭টায় ফের মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা।
The toss has been delayed at the Rajiv Gandhi International Cricket Stadium. Next inspection at 7 PM IST. #INDvAUS pic.twitter.com/C3zRLSobI9
— BCCI (@BCCI) October 13, 2017
এদিনের ম্যাচের ওপর নির্ভর করছে সিরিজের ভাগ্য। ইতিমধ্যে ২টি একদিনের ম্যাচে একটি করে জিতেছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত সফরে এসে টেস্ট ও একদিনের সিরিজে গোহার হেরেছে অস্ট্রেলিয়া। ফলে টি২০ সিরিজ জিতে মুথরক্ষার শেষ সুযোগ তাদের কাছে।
এদিন