বক্সিং ডে টেস্টে টস জিতে ব্যাটিং নিলেন বিরাট, ধীর গতিতে এগোচ্ছে ভারত
মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্ট থেকে বাদ পড়েন দুই ভারতীয় ওপেনার মুরলী বিজয় এবং কেএল রাহুল। পরিবর্তে নতুন ওপেনিং জুটি মায়াঙ্ক-হনুমা।
নিজস্ব প্রতিবেদন : মেলবোর্নে বক্সিং ডে টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নতুন ওপেনিং জুটি মায়াঙ্ক আগরয়াল এবং হনুমা বিহারি ধীর গতিতে হলেও ভাল শুরু করেন। দীর্ঘক্ষণ টিকে থাকলেও ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিহারি।
Toss time: #TeamIndia win the toss and elected to bat first #AUSvIND pic.twitter.com/LgnZcMW9pO
— BCCI (@BCCI) December 25, 2018
টিম ইন্ডিয়ার জার্সিতে এদিন টেস্ট অভিষেক হল মায়াঙ্ক আগরয়ালের। অভিষেক টেস্টেই অস্ট্রেলিয়ার মাটিতে স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স, লিঁওদের সামাল দিলেন ভালমতোই। শুরু থেকে রানের গতি বাড়ানোর দিকে নজর দেন মায়াঙ্ক। অন্যদিকে উইকেটে টিকে থাকেন হনুমা বিহারি। কিন্তু ৬৬ বল খেলে মাত্র ৮ রানে কামিন্সের বাউন্সে ফিঞ্চের হাতে ধরা পড়লেন বিহারি। প্রথম দিনের লাঞ্চ বিরতিতে ভারতের রান এক উইকেট হারিয়ে ৫৭। ৩৪ রানে অপরাজিত রয়েছেন মায়াঙ্ক। সঙ্গে ১০ রানে ব্যাটিং করছেন চেতেশ্বর পূজারা।
That will be Lunch on Day 1 of the Boxing Day Test. #TeamIndia 57/1, M Agarwal 34*, C Pujara 10* #AUSvIND pic.twitter.com/TNV3RknBm3
— BCCI (@BCCI) December 26, 2018
এদিন বিরাট কোহলির সঙ্গে আর্চি স্চিলারকে সঙ্গে নিয়েই টস করতে এলেন অজি অধিনায়ক টিম পেইন। ৬ বছরের ছোট্ট আর্চি যে এই ম্যাচে অস্ট্রেলিয়ার দ্বাদশ ব্যক্তি তথা সহ অধিনায়ক। মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্ট থেকে বাদ পড়েন দুই ভারতীয় ওপেনার মুরলী বিজয় এবং কেএল রাহুল। পরিবর্তে নতুন ওপেনিং জুটি মায়াঙ্ক-হনুমা। ওপেনিং জুটিতে অবশ্য এদিন ৪০ রান এল। মেলবোর্নে ভারতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়া দলে পিটার হ্যান্ডসকম্বের পরিবর্তে খেলছেন মিচেল মার্শ।