হার্দিক, জাদেজার ভালো বোলিং, তবুও ৩২১ রান তুলল ইংল্যান্ড
ইডেনে শেষ একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩২১ রান তুলল ইংল্যান্ড।এদিন টস জিতে ইংরেজদেরই আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন বিরাট কোহলি। জেসন রয় করেন ৬৫ রান। অন্য ওপেনার বিলিংস করেন ৩৫ রান। বেয়ারস্টো করেন ৫৬ রান। মর্গানের অবদান ৪৩ রান। বাটলার রান পাননি। তিনি করেন ১১ রান। স্টোকস অবশ্য অপরাজিত থাকেন ৫৭ রানে। মইন আলি করেন ২ রান। ওকস খেলেন ৩৪ রানের ইনিংস।
![হার্দিক, জাদেজার ভালো বোলিং, তবুও ৩২১ রান তুলল ইংল্যান্ড হার্দিক, জাদেজার ভালো বোলিং, তবুও ৩২১ রান তুলল ইংল্যান্ড](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/22/76824-hardik22-1-17.jpg)
ওয়েব ডেস্ক: ইডেনে শেষ একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩২১ রান তুলল ইংল্যান্ড।এদিন টস জিতে ইংরেজদেরই আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন বিরাট কোহলি। জেসন রয় করেন ৬৫ রান। অন্য ওপেনার বিলিংস করেন ৩৫ রান। বেয়ারস্টো করেন ৫৬ রান। মর্গানের অবদান ৪৩ রান। বাটলার রান পাননি। তিনি করেন ১১ রান। স্টোকস অবশ্য অপরাজিত থাকেন ৫৭ রানে। মইন আলি করেন ২ রান। ওকস খেলেন ৩৪ রানের ইনিংস।
আরও পড়ুন যুবরাজ সিংকে নতুন মিডল নেম দিলেন তাঁর স্ত্রী হেজেল
ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল হার্দিক পাণ্ডিয়া। তিনি ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। রবীন্দ্র জাদেজাও পেয়েছেন দুটো উইকেট। একটি উইকেট পেয়েছেন বুমরাহ। এখন দেখার ইডেনের পিচে পরে ব্যাট করে ৩২২ রান তুলতে পারে কিনা বিরাট কোহলির দল।
আরও পড়ুন কিলার মিলারের দাপটে প্রথম টি২০ ম্যাচে উড়ে গেল শ্রীলঙ্কা