India vs Oman: পিছিয়ে পড়েও ড্র, ওমানের বিরুদ্ধে অনবদ্য ফুটবল ভারতের
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর খেলা শুরু করেন মনবীররা। ম্যাচের ৫৬ মিনিটে বিপিন সিংয়ের ক্রস থেকে গোল করে সমতা ফেরান মনবীর।
নিজস্ব সংবাদদাতা – এক বছরেরও বেশী সময় পরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই চমক দিল সুনীল ছেত্রীবিহীন ভারত। ১-১ গোলে ওমানের সঙ্গে ড্র করল ভারতের তরুণ ব্রিগেড। এই ম্যাচে একসঙ্গে ৬ জন ভারতীয় ফুটবলারের অভিষেক ঘটে। মূলত তরুণদের দাপটেই ভারতীয় ফুটবলে এক নতুন সূর্যোদয় বলা চলে। আকাশ মিশ্র, চিংলেনসানা, বিপিন সিং, আশুতোষ মেহতা, সুরেশ সিংদের মত খেলোয়াড়রা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন যে তাদের উপর ভরসা করে ভুল করেননি কোচ ইগর স্টিম্যাচ।
প্রথমার্ধে একাধিপত্য নিয়ে খেলে ওমান। নিজেদের অর্ধ থেকে বল ক্লিয়ার করতেই ব্যস্ত ছিলেন ভারতের ফুটবলাররা। হাফটাইমের একটু আগে আঘবারির শট চিংলেনসানার গায়ে লেগে গোলে ঢুকে যায়। এই সেমসাইড গোল না হলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর খেলা শুরু করেন মনবীররা। ম্যাচের ৫৬ মিনিটে বিপিন সিংয়ের ক্রস থেকে গোল করে সমতা ফেরান মনবীর। ভাগ্য সহায় হলে এই ম্যাচ জিতেও ফিরতে পারতেন ভারতীয়রা।
61' - GAME ON after Manvir's header! 30 minuts left in the game.
#IndianFootball #BackTheBlue #INDOMA #BlueTigers pic.twitter.com/NNMDb2rnhB
— Indian Football Team (@IndianFootball) March 25, 2021
আগামী সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল।