India vs South Africa 4th T20: রাজকোটে মরণ-বাঁচন ম্যাচে জয় ভারতের, বেঙ্গালুরুতে 'ফাইনাল'
বোলারদের দাপটে টি-টোয়েন্টি সিরিজে দূরন্ত প্রত্যাবর্তন ভারতের। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই কি বাজিমাত করবেন ঋষভ পন্থ? সেদিকে নজর ক্রিকেটপ্রেমীদের।
![India vs South Africa 4th T20: রাজকোটে মরণ-বাঁচন ম্যাচে জয় ভারতের, বেঙ্গালুরুতে 'ফাইনাল' India vs South Africa 4th T20: রাজকোটে মরণ-বাঁচন ম্যাচে জয় ভারতের, বেঙ্গালুরুতে 'ফাইনাল'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/17/379170-anirgth.jpg)
নিজস্ব প্রতিবেদন: বোলারদের দাপটে দুরন্ত প্রত্যাবর্তন। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে ৮২ রানে হারাল ভারত। সিরিজে আপাতত সমতা ফেরালেন ঋষভ পন্থরা। রবিবার বেঙ্গালুরুয়ে শেষ ম্যাচ। সেই ম্যাচে সিরিজের ফয়সালা হবে।
সিরিজের প্রথম দুটি ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচে জিতে লড়াই জারি রেখেছিল ভারত। এদিন চতুর্থ ম্যাচ ছিল রাজকোটে। ঋষভ পন্থরা যদি হেরে যেতেন, তাহলে সিরিজ পকেটে পুড়ে ফেলত প্রোটিয়ারা। কিন্তু তেমনটা হল না। বরং মরণ-বাঁচন ম্যাচেও জয়ে ধারা অব্যাহত রাখল টিম ইন্ডিয়া।
Clinical win for #TeamIndia in Rajkot!
The @RishabhPant17-led unit beat South Africa by 82 runs to level the series 2-2.
Scorecard https://t.co/9Mx4DQmACq #INDvSA | @Paytm pic.twitter.com/fyNIlEOJWl
— BCCI (@BCCI) June 17, 2022
এদিনও ফের টসে হারেন পন্থ। ফলে প্রথম ব্যাট করতে হয় ভারতকে। ব্যাট হাতে দূরন্ত পারফরম্যান্স করলেন দীনেশ কার্তিক। তাঁর যোগ্য সঙ্গত করলেব হার্দিক পাণ্ডিয়া। ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট নেন আবিদ খান।