পঞ্চম দিনে তাসের ঘরের মত ভাঙল ব্রিটিশ স্তম্ভ, সিরিজে এগিয়ে গেল ভারত

Updated By: Nov 21, 2016, 01:20 PM IST
পঞ্চম দিনে তাসের ঘরের মত ভাঙল ব্রিটিশ স্তম্ভ, সিরিজে এগিয়ে গেল ভারত

ভারত- ৪৫৫, ২০৪
ইংল্যান্ড- ২৫৫, ১৫৮
ভারত জয়ী ২৪৬ রানে, ম্যাচের সেরা-বিরাট কোহলি

ওয়েব ডেস্ক: যতটা কঠিন ভাবা হয়েছিল, ততটা হল না। বিশাখাপত্তনাম টেস্টের চতুর্থ দিনে শেষের সেশনটা যতটা কামড় দিয়েছিল ইংরেজরা, পঞ্চম দিনে শেষে সেই কামড়টা ততটাই আলগা হয়ে গেল। ফলাফল যা হওয়ার তাই হল। বিশাখাপত্তনাম টেস্ট ২৪৬ রানে জিতে নিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।

আরও পড়ুন- ভারত সফরে এসে দৈনিক ভাতা পাচ্ছেন না ইংল্যান্ড ক্রিকেটাররা!

গতকাল ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ৮৭ রান। আজ সেখানে ৭১ রানের মধ্যে ৮ উইকেট তুলে নিয়ে জয় ছিনিয়ে আনলেন ভারতীয় বোলাররা। অশ্বিন ৩ উইকেট নিলেন। তবে জয়ের পিছনে সামির দুটো উইকেট, জাদেজার দুটো উইকেট খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকল। টেস্টে অশ্বিন নিলেন মোট আট উইকেট।

ইংল্যান্ডের সবচেয়ে বড় স্তম্ভ জো রুটকে ফিরিয়ে আসল ধাক্কাটা দেন সামি। এর আগে ডাকেটকে ফিরিয়ে দিনের শুরুটা দারুণ করেন অশ্বিন। মইন আলিকে ফেরান জাদেজা। স্টোকসকে ফিরিয়ে ব্রিটিশ ভিত গুড়িয়ে দেন জয়ন্ত যাদব।

ভারতকে এই টেস্ট দুবার বিপদের হাত থেকে বাঁচান বিরাট কোহলি। প্রথম ইনিংসে ভারতের দুটো উইকেট পড়ে গিয়েছিল মাত্র ২২ রানে।  সেখান থেকে সেঞ্চুরি করেছিলেন পূজারা, কোহলি। দ্বিতীয় ইনিংসেও ৪০ রানে ৩ উইকেট থেকে দলকে উদ্ধার করেছিলেন কোহলি।

.