INDvsNZ: টি-টোয়েন্টি সিরিজে নেই Kane Williamson, ফিরবেন টেস্টে
কেন উইলিয়ামসনকে আগলে রাখছে নিউজিল্যান্ড।
নিজস্ব প্রতিবেদন: এ বার ওয়ার্কলোড কমাতে কেন উইলিয়ামসনকে (Kane Williamson) বিশ্রাম দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ১৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তবে দুটি টেস্টের কথা মাথায় রেখে কিউই অধিনায়ককে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁদের ক্রিকেট বোর্ড। আগামী ২৫ নভেম্বর কানপুরের গ্রীনপার্ক স্টেডিয়ামে ভারতের (Team India) বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে কিউইরা।
Kane Williamson will miss this week’s three-game T20 series against India as he prioritises preparing for the Test series starting on November 25 in Kanpur. #INDvNZ https://t.co/zff00W47ER
— BLACKCAPS (@BLACKCAPS) November 16, 2021
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে আয়োজিত হবে। তবে মাঠে বল গড়ানোর কয়েক ঘন্টা আগে আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয় যে, 'দুটি গুরুত্বপূর্ণ টেস্টের কথা মাথায় রেখে কেন উইলিয়ামসনকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল। দলের সঙ্গে জয়পুরে থাকলেও কেন উইলিয়ামসন শুধু লাল বলেই অনুশীলন করবেন। সেক্ষেত্রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি।'
আরও পড়ুন: Hardik Pandya: বিপাকে হার্দিক পান্ডিয়া! ৫ কোটির ঘড়ি বাজেয়াপ্ত এয়ারপোর্টে, নেই প্রয়োজনীয় তথ্য
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্ব মিটিয়ে সোমবার সন্ধেবেলা জয়পুরে পা রাখে নিউজিল্যান্ড। এরপরেই দলের অধিনায়ককে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)