INDvsSL: হাসপাতাল থেকে ছাড়া পেলেও শেষ ম্যাচে নেই Ishan Kishan
চিকিৎসকদের পর্যবেক্ষণে ইশান কিষান।
নিজস্ব প্রতিবেদন: স্বস্তির খবর ভারতীয় দলের জন্য। আইসিইউতে ভর্তি থাকা ভারতের তরুণ উইকেট কিপার-ব্যাটার ইশান কিষানকে রিলিজ করা হল হাসপাতালের তরফে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টয়েন্টি ম্যাচে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তরুণ ওপেনিং ব্যাটার ইশান। শনিবার ম্যাচ শেষের পরে রাতের দিকেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আজ অর্থাৎ রবিবার সকালেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। তবে কনকাশনের জন্য তিনি তৃতীয় ম্যাচে খেলবেন না। তাঁকে হাসপাতাল থেকে রিলিজ করা হলেও থাকতে হবে পর্যবেক্ষণে। তৃতীয় ম্যাচে ইশান খেলতে না পারলে, সঞ্জু স্যামসনকে উইকেটকিপিং করবেন। সেক্ষেত্রে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারে ওপেনার ময়ঙ্ক আগরওয়ালকে।
NEWS - Ishan Kishan ruled out of 3rd T20I.
More details here - https://t.co/QVWZ4CFCv5 @Paytm #INDvSL pic.twitter.com/CN1a2GVLQa
BCCI (@BCCI) February 27, 2022
শনিবার ভারতের ইনিংসের চতুর্থ ওভারে লাহিরু কুমারের বলে মাথায় আঘাত পেয়েছিলেন ইশান। একটি বাউন্সার খেলতে গিয়ে মিস করলে বল সজোরে এসে তাঁর হেলমেটে লাগে। সঙ্গে সঙ্গে তিনি হেলমেট খুলে ফেলেন। শ্রীলঙ্কার ফিল্ডাররাও ছুটে আসেন।মাঠেই প্রাথমিক শুশ্রূষা করার পরে কিন্তু ইশান খেলা চালিয়ে কথা জানিয়ে দেন। যদিও তিনি এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১৫ বলে ১৬ রান করে লাহিরু কুমারার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
পরবর্তীতে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করানোর পরেই সিটি স্ক্যান করা হলেও গুরুতর কিছু ধরা পড়েনি। বিসিসিআইয়ের চিকিৎসক দল তাঁকে আপাতত সর্বক্ষণের পর্যবেক্ষণে রেখেছে।
আরও পড়ুন: Ranji Trophy: দুরন্ত বোলিং, রুদ্ধশ্বাস ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে নক আউটে লড়াকু বাংলা