দীপা কর্মকারের চোট নিয়ে কী বললেন তাঁর বাবা?

দীপা কর্মকার।ভারতীয় এই জিমন্যাস্টের এটাই প্রথম অলিম্পিক। তারউপর পদক জয়ের হাতছানি। রবিবার রাত ১১.১৫ মিনিটে পদক জয়ের লক্ষ্যে নামবেন।অলিম্পিকের ইতিহাসে ভারতের প্রথম জিমন্যাস্টিক্সে পদকের জন্য দেশবাসী তাকিয়ে আছে দীপার দিকে।এই চাপে নার্ভাস নন দীপা।বরং ভিলেজের পরিবেশ তাঁকে আরও মোটিভেট করছে বলে দাবি দীপা কর্মকারের।

Updated By: Aug 13, 2016, 04:08 PM IST
দীপা কর্মকারের চোট নিয়ে কী বললেন তাঁর বাবা?

ওয়েব ডেস্ক: দীপা কর্মকার।ভারতীয় এই জিমন্যাস্টের এটাই প্রথম অলিম্পিক। তারউপর পদক জয়ের হাতছানি। রবিবার রাত ১১.১৫ মিনিটে পদক জয়ের লক্ষ্যে নামবেন।অলিম্পিকের ইতিহাসে ভারতের প্রথম জিমন্যাস্টিক্সে পদকের জন্য দেশবাসী তাকিয়ে আছে দীপার দিকে।এই চাপে নার্ভাস নন দীপা।বরং ভিলেজের পরিবেশ তাঁকে আরও মোটিভেট করছে বলে দাবি দীপা কর্মকারের।

আরও পড়ুন বলিউডের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর নায়িকার আবির্ভাব!

এদিকে অলিম্পিকে জিমন্যাস্টিকের ফাইনালের আগে দীপা কর্মকারের চোট নিয়ে যে খবরে ছড়িয়েছে তাতে বিরক্ত তার পরিবার। দীপার বাবা চব্বিশ ঘন্টাকে জানিয়েছেন খবরটি একেবারে ভিত্তিহীণ। তার সাথে মেয়ের কথা হয়েছে।রবিবার একশো শতাংশ ফিট হয়েই দীপা নামবেন পদক জেতার লড়াইয়ে।

আরও পড়ুন  বড়বাজারের একটি গোডাউন থেকে উদ্ধার হল ৬৫ কেজি সোনা!

.