IPL 2020: মুখোমুখি KKR-RCB; শারজায় টস জিতে কী সিদ্ধান্ত নিলেন কিং কোহলি?
আমিরশাহিতে বল হাতে ক্যারিশমা দেখা গেলেও রাসেলের ব্যাটে ঝড় ওঠেনি। আজ কি উঠবে ঝড়?
নিজস্ব প্রতিবেদন: শারজায় আজ রাসেলকে নিয়ে সংশয় ছিল। সেই সঙ্গে ছিল নারিন কাঁটাও। কিন্তু সংশয় কাটিয়ে দ্রে রাস নেমে পড়লেন কিং কোহলির দলকে চ্যালেঞ্জ জানাতে। আমিরশাহিতে বল হাতে ক্যারিশমা দেখা গেলেও রাসেলের ব্যাটে ঝড় ওঠেনি। আজ কি উঠবে ঝড়? পঞ্জাবের বিরুদ্ধে খেলা কেকেআরের প্রথম একাদশে একটাই বদল। সুনীল নারিনের পরিবর্তে খেলছেন টম ব্যান্টন। শারজায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন RCB অধিনায়ক বিরাট কোহলি।
Match 28. Royal Challengers Bangalore win the toss and elect to bat https://t.co/RrNBeTCLp6 #RCBvKKR #Dream11IPL #IPL2020
— IndianPremierLeague (@IPL) October 12, 2020
চেন্নাই সুপার কিংসের পর কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে CSK-এর বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলই জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: দীনেশ কার্তিক (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, টম ব্যান্টন, শুভমান গিল, নীতিশ রানা, ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণ, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), অ্যারোন ফিঞ্চ, দেবদত্ত পাডিক্কল,এবি ডি ভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, ক্রিস মরিস, নভদীপ সাইনি, যুজভেন্দ্র চাহল, ইসরু উদানা, মহম্মদ সিরাজ
আরও পড়ুন - IPL 2020: হায়দরাবাদ-রাজস্থান ম্যাচে ধুন্ধুমার কাণ্ড; মাঠেই হাতাহাতি খলিল-তেওয়াটিয়ার!