মহিলা কণ্ঠে জোর আইপিএলে
টিভিতে আইপিএল দেখতে গিয়ে এবার মহিলা কণ্ঠই বেশি শুনতে পাবেন। একজন, দুজন নয় এবার আইপিএল কমেন্ট্রিতে শোনা যাবে চারজন মহিলার গলা। ভারতীয় দলে খেলা অঞ্জুম চোপড়া, ইংল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার ইশা গুহা, অস্ট্রেলিয়ার ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার লিসা সথালেকার, ও অসি ক্রিকেটার মেলানি জোন্সদের কমেন্ট্রি প্যানেল রাখা হয়েছে।
ওয়েব ডেস্ক: টিভিতে আইপিএল দেখতে গিয়ে এবার মহিলা কণ্ঠই বেশি শুনতে পাবেন। একজন, দুজন নয় এবার আইপিএল কমেন্ট্রিতে শোনা যাবে চারজন মহিলার গলা। ভারতীয় দলে খেলা অঞ্জুম চোপড়া, ইংল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার ইশা গুহা, অস্ট্রেলিয়ার ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার লিসা সথালেকার, ও অসি ক্রিকেটার মেলানি জোন্সদের কমেন্ট্রি প্যানেল রাখা হয়েছে।
সূত্রের খবর প্রতি ম্যাচেই অন্তত একজন মহিলা ধারভাষ্যকর থাকছেন। আইপিএলের কমেন্ট্রি বক্সে থাকছেন সঞ্জয় মঞ্জেরকর, রবি শাস্ত্রী, হর্ষ ভোগলে, আকাশ চোপড়া, রামিজ রাজা, ডেভিড লয়েডরাও।
আইপিএলে অভিযান শুরুর আগে সুনীল নারিনের প্রশংসায় পঞ্চমুখ হলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর। ক্যারাবিয়ান স্পিনারকে দলের সম্পদ হিসেবে উল্লেখ করে গম্ভীর বলেছেন, নারিনের কোনও পরিবর্ত হয় না।