Virat Kohli, IPL 2023: সেরা রানিং পার্টনার ধোনি, কুৎসিত কে? কোহলির 'বিরাট' বিস্ফোরণ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে একটি মজার আলোচনায় অংশ গ্রহণের জন্য এবি ডিভিলিয়ার্স আমন্ত্রণ জানিয়েছিলেন কোহলিকে। সেখানে বাইশ গজে দ্রুততম এবং শ্লথ রানার নিয়ে আলোচনার পাশাপাশি আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন। ওই আলোচনাতেই কুইক সিঙ্গলস রাউন্ড নামে একটি অংশ ছিল।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 21, 2023, 07:14 PM IST
Virat Kohli, IPL 2023: সেরা রানিং পার্টনার ধোনি, কুৎসিত কে? কোহলির 'বিরাট' বিস্ফোরণ
এভাবেই উইকেটের মাঝে দৌড়ে বিপক্ষকে চাপে রাখতেন ধোনি ও বিরাট। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩১ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল (IPL 2023)। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) দুই মহতারকা একফ্রেমে। বিরাট কোহলির (Virat Kohli) দীর্ঘ সাক্ষাৎকার নিলেন এবি ডেভিলিয়ার্স (AB de Villiers)। সেখানেই বিস্ফোরণ ঘটালেন বিরাট। অনেকেই জানতেন যে, 'কিং কোহলি'-র (King Kohli) নজরে সেরা রানিং পার্টনার মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তবে সবচেয়ে খারাপ রানার হলেন চেতেশ্বর পূজারা! আরসিবি (RCB) পডকাস্টে এমনই বিস্ফোরণ ঘটালেন বিরাট। 

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে কোহলি ও ধোনির রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে কম চর্চা হয়নি। অজিদের হারানোর পরে সাংবাদিক বৈঠকে ধোনি রসিকতা করে বলেছিলেন, "আমাকেই টাকা দেওয়া উচিত বিরাটের।" দু’জন ব্যাট করতে নামলে চোখে চোখে কথা হত। বিরাট স্বীকার করে নিয়েছেন, ধোনির সঙ্গে ব্যাট করার সময়ে কল করার দরকার পড়তো না। চোখে চোখে ইশারায় রান নিতেন। এবি ডিভিলিয়ার্সের সঙ্গেও একই রকম বোঝাপড়া ছিল কোহলির। কোহলি বলেছেন, "আমাকে এই প্রশ্নটা অতীতেও একাধিকবার করা হয়েছিল। আমি যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী রানার এবি। মাহির সঙ্গেও আমার বোঝাপড়া বেশ ভাল ছিল। উইকেটের মধ্যে রানের গতি কত ছিল, সেটা আমার পক্ষে বলা কঠিন। তবে এমএস ও এবিডির সঙ্গে ব্যাট করার সময়ে কখনও কল করতে হয়নি।" 

আরও পড়ুন: IPL 2023: চার-ছক্কার মারকাটারি ফরম্যাটে মেডেন দেওয়া ১০ ডাকাবুকো বোলার! ছবিতে দেখে নিন

আরও পড়ুন: Shikhar Dhawan, IPL 2023: আইপিএল-এর আগে 'সিঙ্ঘম' লুকে 'গব্বর'! নেটপাড়ায় উঠল সুনামি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে একটি মজার আলোচনায় অংশ গ্রহণের জন্য এবি ডিভিলিয়ার্স আমন্ত্রণ জানিয়েছিলেন কোহলিকে। সেখানে বাইশ গজে দ্রুততম এবং শ্লথ রানার নিয়ে আলোচনার পাশাপাশি আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন। ওই আলোচনাতেই কুইক সিঙ্গলস রাউন্ড নামে একটি অংশ ছিল। সেখানেই জিজ্ঞাসা করা হয়েছিল দ্রুততম রানারের নাম। মাহির নাম নেন কোহলি। 

কিন্তু দু’ উইকেটের ভিতরে সবচেয়ে হতশ্রী রানার কে? কোহলি বলতে চাননি। যাঁর নামই বলবেন, তা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। কোহলি এড়িয়ে যান প্রথমটায়। কিন্তু রসিকতা করে পরে কোহলি নিকৃষ্ট রানার হিসেবে পূজারার নাম নিলেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.