ISL 2020-21: ভালসকিসের জোড়া গোলে জিতল জামশেদপুর; মরসুমে প্রথম হার এটিকে মোহনবাগানের

চতুর্থ ম্যাচে এসে তিলক ময়দানে তাল কাটল।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 7, 2020, 09:38 PM IST
ISL 2020-21: ভালসকিসের জোড়া গোলে জিতল জামশেদপুর; মরসুমে প্রথম হার এটিকে মোহনবাগানের
ছবি সৌজন্যে : ISL

নিজস্ব প্রতিবেদন:  উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্স, কলকাতা ডার্বিতে এসসি ইস্টবেঙ্গল আর ওড়িশা এফসিকে হারিয়ে দুরন্ত ছন্দে এগিয়ে চলেছিল হাবাসের পালতোলা নৌকা। চতুর্থ ম্যাচে এসে তিলক ময়দানে তাল কাটল। জামশেদপুর এফসি-র কাছে হেরে গেল এটিকে মোহনবাগান।

আরও পড়ুন-ন্যু ক্যাম্পে মেসি-রোনাল্ডো দ্বৈরথ! বদলার ম্যাচ সিআর সেভেনের  

ম্যাচের শুরু থেকে সেয়ানে-সেয়ানে লড়াই চলতে থাকে। ভালসকিসরা বার বার আক্রমণে তিরি, সন্দেশ, প্রীতমদের ব্যস্ত রাখলেন। গোললাইন সেভ প্রীতমের। আর তার পরেই কর্নার থেকে জোরালো হেডে জামশেদপুরকে এগিয়ে দিলেন গত মরসুমের গোল্ডেন বুটজয়ী ভালসকিস। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।

দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা চালায় এটিকে মোহনবাগান। উল্টে ৬৬ মিনিটে ভালসকিসের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়িয়ে নেয় জামশেদপুর এফসি। ০-২ গোলে পিছিয়ে পড়ে ৮০ মিনিটে রয় কৃষ্ণার গোলে ব্যবধান কমায় এটিকে মোহনবাগান। যদিও গোলটি নিয়ে বিতর্ক থাকতে পারে (অফসাইড)। মিনিট পাঁচেক পরেই সমতা ফেরানোর সুযোগ হারায় এটিকে মোহনবাগান। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে নেয় জামশেদপুর এফসি।

 

ওড়িশা এফসি-র বিরুদ্ধে শেষ মুহূর্তে ম্যাচ জিতে ইন্ডিয়ান সুপার লিগে ইতিহাস তৈরি করে এটিকে মোহনবাগান। প্রতিযোগিতায় শুরুর প্রথম তিন ম্যাচে টানা জিততে পারেনি কোনও দল। সেই নজির গড়ে অ্যান্তোনিও লোপেজ হাবাসের দল। তবে টানা চার ম্যাচ জেতা হল না। চার নম্বর ম্যাচেই হারতে হল হাবাসের দলকে। ৪ ম্যাচ শেষে এটিকে মোহনবাগানের পয়েন্ট ৯। অন্যদিকে চার ম্যাচ শেষে জামশেদপুর এফসি-র পয়েন্ট ৫।  

আরও পড়ুন- করোনার থাবা, স্থগিত দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড একদিনের সিরিজ

.