ISL, ATK Mohun Bagan: রক্ষণ মজবুত করতে এটিকে মোহনবাগানে এলেন ব্রেন্ডন হ্যামিল
অস্ট্রেলিয়ার যুব দলের জার্সিতেও খেলেছেন ব্রেন্ডন। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৭ দলের হয়ে ১৬টি ম্যাচ খেলেছেন ব্রেন্ডন। ৪টি গোল রয়েছে তাঁর। অনূর্ধ্ব ২০ অস্ট্রেলিয়া দলের হয়ে ১৪টি ম্যাচ খেলে ১ টি গোল করেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: রক্ষণকে মজবুত করতে এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan) এলেন ব্রেন্ডন হ্যামিল (Brendan Hamill)। অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব মেলবোর্ন ভিকট্রি থেকে জুয়ান ফেরান্দোর সংসারে পা রাখলেন ২৯ বছরের এই ডিফেন্ডার।
ভারতে আসার আগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন হার্ট, দক্ষিণ কোরিয়ার সিয়ংনাম, অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স, ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে খেলেছেন ব্রেন্ডন। তাঁর সিনিয়র কেরিয়ারের প্রথম ক্লাব মেলবোর্ন হার্ট (২০১০-১২)। এই ক্লাবে সই করার আগে ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক ক্লাবে খেলার প্রস্তাব ছিল তাঁর কাছে। মেলবোর্ন হার্টে যখন সই করেন হ্যামিল তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ৩২১ দিন। কনিষ্ঠতম ফুটবলার হিসেবে মেলবোর্ন হার্টে সই করে নজির গড়েন তিনি। হার্টের হয়ে ৩৫টি ম্যাচ খেলেন তিনি। মেলবোর্ন ভিকট্রি ক্লাবে ১৯টি ম্যাচ খেলেছেন ব্রেন্ডন। ৩টি গোলও রয়েছে তাঁর।
অস্ট্রেলিয়ার যুব দলের জার্সিতেও খেলেছেন ব্রেন্ডন। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৭ দলের হয়ে ১৬টি ম্যাচ খেলেছেন ব্রেন্ডন। ৪টি গোল রয়েছে তাঁর। অনূর্ধ্ব ২০ অস্ট্রেলিয়া দলের হয়ে ১৪টি ম্যাচ খেলে ১ টি গোল করেন তিনি।
এশীয় কোটার প্লেয়ার হিসেবে ব্রেন্ডনের পিঠে উঠতে চলেছে সবুজ-মেরুন জার্সি। এএফসি কাপে গোকুলামের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিরি। মাদ্রিদে তাঁর অস্ত্রোপচার হয়। এখন রিহ্যাব চলছে স্পেনীয় ডিফেন্ডারের। এর মধ্যেই এশীয় কোটার এই ডিফেন্ডারকে চূড়ান্ত করে ফেলল এটিকে মোহনবাগান।
ডেভিড উইলিয়ামসের মতো এ লিগে খেলা বিদেশি ফুটবলার ক্লাব ছেড়েছেন। আইএসএলের নতুন মরশুমে উইলিয়ামসকে মুম্বই সিটির জার্সিতে খেলতে দেখা যাবে। অন্যদিকে রয় কৃষ্ণও নতুন ক্লাবে সই করার অপেক্ষায় রয়েছেন। প্রবীর দাস মোহনবাগান ছেড়ে যোগ দিয়েছেন বেঙ্গালুরু এফসিতে। কে আশিক, আশিস রাই এসেছেন এটিকে মোহনবাগানে। এই পরিস্থিতিতে দলের রক্ষণ জমাট করার জন্য হেড কোচ জুয়ান ফেরান্দো এ লিগে খেলা ডিফেন্ডার ব্রেন্ডনের উপরেই ভরসা রাখলেন।
We have got news, Mariners!@bj_hamill, 2014 ACL winner and 2021 FFA Cup winner, signs for ATK Mohun Bagan.#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/UXQOaRemwk
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) June 23, 2022
আরও পড়ুন- কেন আত্মহত্যার চেষ্টা করলেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার? জেনে নিন
আরও পড়ুন- Wriddhiman Saha: ঋদ্ধিকে নিয়ে ভাবছে না, জানিয়ে দিল কোন দুই ক্রিকেট সংস্থা?