ISL দলবদল: ATK-মোহনবাগানের পথে তরুণ প্রতিভা সাহাল!
প্রতিশ্রুতিমান ফুটবলার সাহালকে পেয়ে গেলে এটিকে-মোহনবাগানের মাঝমাঠ যে আরও শক্তিশালী হবে তা বলাই বাহুল্য।
নিজস্ব প্রতিবেদন: ATK-মোহনবাগানের পথে তরুণ প্রতিভা সাহাল আব্দুল সামাদ! কিন্তু ২০২২ সাল পর্যন্ত কেরালা ব্লাস্টার্স-এর সঙ্গে চুক্তি রয়েছে সাহালের। জাতীয় দলের এই মিডফিল্ডারকে দলে নিতে মরিয়া আইএসএল চ্যাম্পিয়নরা।
ইতিমধ্যেই কেরালার মিডফিল্ডারের সঙ্গে কথা এগিয়েছে এটিকে-মোহনবাগান কর্তাদের। সূত্রের খবর, সাহালকে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন কোচ হাবাসও। সাহাল নিজেও নাকি কলকাতায় খেলতে আগ্রহী। ইতিমধ্যেই আইএসএল-এর সেরা প্রতিশ্রুতিমান ফুটবলারের পুরস্কার জিতেছেন তরুণ এই মিডফিল্ডার। AIFF-এর বিচারেও হয়েছেন সেরা।
প্রতিশ্রুতিমান ফুটবলার সাহালকে পেয়ে গেলে এটিকে-মোহনবাগানের মাঝমাঠ যে আরও শক্তিশালী হবে তা বলাই বাহুল্য। এদিকে মোহনবাগানের আই লিগজয়ী দলের দুই সদস্য শুভ ঘোষ এবং শেখ সাহিলকে নিচ্ছে এটিকে-মোহনবাগান। সাহিলের দিকে নজর ছিল ইস্টবেঙ্গলেরও।
আরও পড়ুন - লকডাউনে দলবদল! মোহনবাগানের ঘর ভাঙা শুরু করে দিল ইস্টবেঙ্গল