Jasprit Bumrah, ENG vs IND: 'বুম বুম বুমরা', শামির আগুনে পেসে ১১০ রানে উড়ে গেল ইংল্যান্ড
জসপ্রীত বুমরা হলেন প্রথম ভারতীয়, যিনি ওভালের বাইশ গজে ছয় উইকেট নেওয়ার নজির গড়লেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেনিংটন ওভালের বাইশ গজে যথেষ্ট ঘাস ছিল। তাই টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। অধিনায়কের বুদ্ধিমত্তাকে সঠিক প্রমাণ করলেন টিম ইন্ডিয়ার দুই তারকা পেসার জসপ্রীত বুমরা ও মহম্মদ শামি। এই দুই অভিজ্ঞ জোরে বোলারের দাপটে মাত্র ১১০ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড।
কেরিয়ারের সেরা পারফরম্যান্স করে ১৯ রানে ৬ উইকেট নিলেন 'বুম বুম বুমরা।' এমন পারফরম্যান্স করে আরও একটি নজির গড়লেন বুমরা। তিনিই হলেন প্রথম ভারতীয়, যিনি ওভালের বাইশ গজে ছয় উইকেট নেওয়ার নজির গড়লেন। শামি নিলেন ৩১ রানে ৩ উইকেট।
মঙ্গলবার সাহেবদের ইনিংসের শুরুতেই ধস নামান বুমরা। জ্যাশন রয়, টেস্ট সিরিজে ফর্মের তুঙ্গে থাকা জনি বেয়ারস্টো ও জো রুটকে ফিরিয়ে ইংল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিলেন তিনি। তাঁর সঙ্গে দারুণ সঙ্গত করলেন 'সহেসপুর এক্সপ্রেস'। বেন স্টোকসকে 'গোল্ডেন ডাক'-এ আউট করার পর, ভয়ঙ্কর হয়ে জস বাটলারকে ফেরান শামি। ফলে একটা সময় মাত্র ৬৮ রানে ৮ উইকেট হারায় ইংল্যান্ড। তখন মনে হচ্ছিল সাহেবদের পক্ষে স্কোরবোর্ডে ১০০ রান তোলাও সম্ভব নয়। কিন্তু শেষ পর্যন্ত ২৫.২ ওভারে ১১০ রান তুলে গুটিয়ে যায় ইংল্যান্ড।
আরও পড়ুন: Virat Kohli, ENG vs IND: কুঁচকির চোটের জন্য খেলছেন না বিরাট, জানালেন রোহিত
আরও পড়ুন: Exclusive| Arun Lal : কেন বাংলার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অরুণ লাল? জানতে পড়ুন