কেমন আছেন কপিল দেব? ভিডিয়ো বার্তায় ভক্তদের মন জিতে নিলেন বিশ্বজয়ী অধিনায়ক
হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কপিল। অ্যাঞ্জিওপ্লাস্টির পর এখন সুস্থ হরিয়ানা হ্যারিকেন।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![কেমন আছেন কপিল দেব? ভিডিয়ো বার্তায় ভক্তদের মন জিতে নিলেন বিশ্বজয়ী অধিনায়ক কেমন আছেন কপিল দেব? ভিডিয়ো বার্তায় ভক্তদের মন জিতে নিলেন বিশ্বজয়ী অধিনায়ক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/29/284779-kapil.jpg)
নিজস্ব প্রতিবেদন: মাঠের মতো মাঠের বাইরের লড়াইও তিনি জিতলেন অবলীলায়। কপিল দেব নিখাঞ্জ এখন সুস্থ। রবিবার দুপুরেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কপিল। অ্যাঞ্জিওপ্লাস্টির পর এখন সুস্থ হরিয়ানা হ্যারিকেন। দিল্লির ওখলা রোডের বেসরকারি হাসপাতাল থেকে রবিবার কপিল বাড়িতে ফেরেন। ভারতের বিশ্বজয়ী অধিনাকের অসুস্থতার খবর শোনার পর মন খারাপ হয়েছিল ভক্তদের। তবে চিকিত্সকরা জানিয়েছেন, আর ভয়ের কিছু নেই।
এরপর এক ভিডিয়ো বার্তায় বৃহস্পতিবার কপিল দেব জানান, "আমার তিরাশির পরিবার, এখানে আবহাওয়া বেশ ভালো, আমি সবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি। এখন আমি সুস্থ বোধ করছি, ভালো আছি। তোমাদের সবার প্রার্থনার জন্য ধন্যবাদ।"
Kapil Dev has a message for you all
( via @vikrantgupta73) pic.twitter.com/5Rx7CTl6lc
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 29, 2020
সকলের সঙ্গে দ্রুত দেখা করার ইচ্ছে প্রকাশ এবং ২০২১ সাল নতুন বছর যাতে দারুণভাবে শুরু হয় সেই ইচ্ছেপ্রকাশ করেছেন হরিয়ানা হ্যারিকেন। সবশেষে তিরাশির বিশ্বজয়ী ভক্তদের ফ্লাইং কিস ছুড়ে দিয়েছেন।
আরও পড়ুন - নির্বাসন থেকে ছেলের মুক্তি, সবাইকে মিষ্টিমুখ করালেন সাকিবের বাবা