Watch | Virat Kohli | Kevin Pietersen: 'বিরাট দয়া করে বৃহস্পতিবার ডে অফ নাও'! লিখলেন বিরাট গর্জনে ভীত পিটারসেন
অ্যাডিলেডে বিরাট কোহলির নেটসেশন দেখে বুকে কাঁপুনি ধরে গিয়েছে কেভিন পিটারসেনের। তিনি ভারত-ইংল্যান্ড ম্যাচের দিন বিরাটকে ছুটি নেওয়ার পরামর্শই দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েক মাস আগেও বিরাট কোহলির (Virat Kohli) অফ-ফর্ম নিয়ে বাইশ গজে তীব্র সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। প্রথম একাদশে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং কপিল দেবের মতো মহারথী। কিন্তু সেসব এখন নিছকই অতীত। এশিয়া কাপ থেকেই বিরাট ফিরেছেন তাঁর চেনা ছন্দে। আর চলতি টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) দেখেছে একেবারে ভিন্টেজ বিরাটকে। ব্যাট হাতে ফের একবার বিপক্ষের বোলারদের কাছে তিনি হয়ে উঠেছেন ত্রাস। বিরাট আতঙ্কে কাঁপছে প্রতিপক্ষ দলগুলি। আগুনে মেজাজে বিরাট ব্যাট করছেন একের পর এক ইনিংসে। এখনও পর্যন্ত চলতি টি-২০ বিশ্বকাপ টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের কাছে একেবারে মনে রাখার মতো। ৫ ম্যাচে ২৪৬ রান করে এই মুহূর্তে প্রতিযোগিতার সর্বোচ্চ রানশিকারি তিনি। ঝুলিতে রয়েছে তিনটি অর্ধ শতরান। গড় ১২৩.০০। স্ট্রাইক রেট ১৩৮.৯৮। সর্বোচ্চ পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৮২ রান।
আরও পড়ুন: Virat Kohli, IND vs ENG: কাপ যুদ্ধের সেমি ফাইনালের আগে 'পয়া' অ্যাডিলেডে রুদ্র মেজাজে 'কিং কোহলি'
বিরাট ব্যাট হাতে নামবেন আগামী বৃহস্পতিবার। সেই 'পয়া' অ্যাডিলেডের বিশ্বকাপের সেমিফাইনাল খেলবেন ব্যাটিং মায়েস্ত্রো। ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। জস বাটলারদের বুঝে নেওয়ার জন্য তিনি যে একেবারে প্রস্তুত, তা বুঝিয়ে দিলেন নেট সেশনে। মঙ্গলবার নেটে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন বিরাট। নিজেই সেই ভিডিয়ো নিজের সোশ্যাল হ্যান্ডেলগুলিতে পোস্ট করেন তিনি। ক্যাপশনে জুড়ে দেন, 'প্রক্রিয়া উপভোগ করছি।' বিরাটের ভিডিয়োতে এসে কেভিন পিটারসেন এমন এক কমেন্ট করেছেন, যা খবরের শিরোনামে চলে এসেছে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ও এই মন্তব্য় লাইক করেছেন ১৪ হাজারের ওপর মানুষ। বিরাট গর্জনে ভীত পিটারসেন লিখলেন, 'বিরাট দয়া করে বৃহস্পতিবার ডে অফ নাও, তুমি জানো যে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ওদিনটা তুমি চিল করো।' ইংল্যান্ডের প্রাক্তন মহারথীর সঙ্গে দেশের জার্সিতে যেমন বিরাট প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তেমনই আবার আইপিএলে একই ড্রেসিংরুম ভাগ করে নিয়েছেন। এই মুহূর্তে পিটারসেন ক্রীড়াপণ্ডিত হিসাবে কাজ করেন। খেলার ফাঁকে বিরাটের সঙ্গে তাঁর প্রায় কথোপকথন হয়। দুয়ের সম্পর্ক অত্যন্ত ভালো। বিরাটের এই ভিডিয়োতে রশিদ খান ও সূর্যকুমার যাদবও প্রতিক্রিয়া জানিয়েছেন।