রাজীব খেলরত্ন পাচ্ছেন রঞ্জন সোধি, অর্জুন কোহলি, সিন্ধু
ডবল ট্র্যাপ শ্যুটিংয়ে দু`বারের বিশ্বচ্যাম্পিয়ন রঞ্জন সোধি দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব খেলরত্ন পুরস্কার পেতে চলেছেন। এই নিয়ে পরপর তিনবার দেশের শ্যুটারদের দখলেই।
ডবল ট্র্যাপ শ্যুটিংয়ে দু`বারের বিশ্বচ্যাম্পিয়ন রঞ্জন সোধি দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব খেলরত্ন পুরস্কার পেতে চলেছেন। এই নিয়ে পরপর তিনবার দেশের শ্যুটারদের দখলেই
২০১০ গুয়াংঝৌতে এশিয়ান গেমসে শ্যুটিংয়ে ভারতের একমাত্র সোনার পদকটা সোধির ঝুলিতেই যায়। ২০১০-এর কমনওয়েলথ গেমসে তিনি ছিনিয়ে নেন দুটো রূপোর পদক। শুধু তাই নয় এই শ্যুটার ২০১১তে পরপর দু`বার বিশ্বকাপে সোনার পদক জেতার অনন্য কৃতিত্ব স্থাপন করেন। তাঁর আগে কোনও ভারতীয় শ্যুটার এই এলিট গ্রুপে নাম লেখাতে পারেননি।
২০০৯-এ রঞ্জন সোধি অর্জুন পুরস্কার পান।
ভারতীয় ক্রিকেটের নয়া সুপারস্টার বিরাট কোহলি এবছর অর্জুন পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন। তাঁর সঙ্গেই অর্জুন পাচ্ছেন ব্যাডমিন্টনের নতুন ব্লু আইড গার্ল পি ভি সিন্ধু। অর্জুন প্রাপকদের তালিকায় এঁদের সঙ্গেই আছেন গলফার গগনজিত ভুল্লার, ট্রিপল জাম্পার রেনজিথ মহেশ্বরি, প্যারা ডিসকাস থ্রোয়ার অমিত কুমার সারোহা।
এ বছরের অর্জুন পুরস্কার প্রাপকরা---
বিরাট কোহলি (ক্রিকেট), চেকরোভোলু সুরো (তিরন্দাজি), রেনজিথ মহেশ্বরি (অ্যাথলেটিকস), পিভি সিন্ধু(ব্যাডমিন্টন), কবিতা চাহাল (বক্সিং), রূপেশ শাহ (স্নুকার), গগনজিত ভুল্লার (গলফ), সাবা অঞ্জুম (হকি), রাজকুমারি রাঠোর (শ্যুটিং), জোৎস্না চিনাপ্পা (স্কোয়াশ), মৌমা দাস (টেবিল টেনিস), নেহা রাঠি (কুস্ত), ধর্মেন্দ্র দালাল (কুস্তি), অমিত কুমার সারহা (প্যারা ডিসকাস থ্রোয়ার)