এত বড় ভূমিকম্পও ফাটল ধরাতে পারেনি নাইটদের ব্যাটিংয়ে
আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রথম ধাপেও বেশ ভালো জায়গায় কলকাতা নাইট রাইডার্স। এদিন ম্যাচ শুরুর আধ ঘণ্টা আগেই কেঁপে ওঠে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ, অসম, বিহার এবং উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলো। প্রবল ভূমিকম্পের কাঁপুনি অবশ্য কেকেআরের শক্তিশালী ব্যাটিং লাইন আপে কোনও ফাটল ধরাতে পারেনি। তাই ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০ ওভারে নাইটরা তোলে ৫ উইকেটে ১৮৭।
![এত বড় ভূমিকম্পও ফাটল ধরাতে পারেনি নাইটদের ব্যাটিংয়ে এত বড় ভূমিকম্পও ফাটল ধরাতে পারেনি নাইটদের ব্যাটিংয়ে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/13/53356-manishpandey13-4-16.jpg)
ওয়েব ডেস্ক: আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রথম ধাপেও বেশ ভালো জায়গায় কলকাতা নাইট রাইডার্স। এদিন ম্যাচ শুরুর আধ ঘণ্টা আগেই কেঁপে ওঠে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ, অসম, বিহার এবং উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলো। প্রবল ভূমিকম্পের কাঁপুনি অবশ্য কেকেআরের শক্তিশালী ব্যাটিং লাইন আপে কোনও ফাটল ধরাতে পারেনি। তাই ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০ ওভারে নাইটরা তোলে ৫ উইকেটে ১৮৭।
টস জিতেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। যদিও নাইটদের মোটেই কম রানে বেঁধে রাখতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। তার বড় কারণ, নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি প্রথম ম্যাচের মতো এদিনও দুরন্ত ফর্মে ব্যাট করলেন। খেললেন ৫২ বলে ৬৪ রানের মূল্যবান ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গত দেন মণীশ পাণ্ডে। খেলেন মাত্র ২৯ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস। ১৭ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস রাসেলেরও। তাঁর অবদান মাত্র ১৭ বলে ৩৬ রান। যদিও এদিন বড় রান পাননি উথাপ্পা। তিনি করেন ১০ বলে ৮ রান। পরে ইউসুফ পাঠান অপরাজিত থাকেন ৬ বলে ৯ রান করে আর মুনরো আউট হন ৫ বলে ৪ রান করে। সূর্যকুমার যাদব অপরাজিত থাকেন ১ বলে ৪ রান করে।
মুম্বইয়ের হয়ে দুটো উইকেট নেন ম্যাককালাঘান। একটি করে উইকেট হার্দিক পাণ্ডিয়া এবং হরভজন সিং।