কোহলির শতরান, পিছিয়ে পড়ে লড়ছে ভারত

বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে দুরন্ত শতরান করলেন বিরাট কোহলি। টেস্টের তৃতীয় দিন সকালেই টেস্টে নিজের দ্বিতীয় শতরান সেরে ফেলেন দুরন্ত ফর্মে থাকা ভারতের এই তারকা ব্যাটসম্যান।

Updated By: Sep 2, 2012, 11:12 AM IST

নিউজিল্যান্ড:৩৬৫,১২৩/৪। ভারত:৩৫৩
বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে দুরন্ত শতরান করলেন বিরাট কোহলি। টেস্টের তৃতীয় দিন সকালেই টেস্টে নিজের দ্বিতীয় শতরান সেরে ফেলেন দুরন্ত ফর্মে থাকা ভারতের এই তারকা ব্যাটসম্যান।
দেশের মাটিতে টেস্টে কোহলির এটিই প্রথম শতরান। ১৯৩ বল খেলে ১০৩ রানের কোহলির এই ঝকঝকে ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি একটি ওভার বাউন্ডারি। টিম সাউদির বলে আউট হয়ে শেষ পর্যন্ত প্যাভিলিয়ানে ফিরে যান কোহলি। ধোনি নিজের ৬৯ তম টেস্টে ২৬তম অর্ধ শতরানটি করে ফেললেন মাহী। ৬২রান করে টিম সাউদির বলেই আউট হন ধোনি। অবশ্য এরপরেও নিউজিল্যান্ডর প্রথম ইনিংসের রানকে টপকাতে পারল না ভারত।কিউই পেসার সাউদি ৬৪ রান দিয়ে নিলেন ৭ উইকেট। প্রথম ইনিংসে ১২ রানে পিছিয়ে ভারত।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উমেশ যাদবের সামনে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। 

.