Lionel Messi | FIFA World Cup 2022: পাখির চোখ বিশ্বকাপ, দল নিয়ে আবু ধাবিতে হাজির 'ক্যাপ্টেন আর্জেন্টিনা'!
বিশ্বকাপে খেলার আগে আর্জেন্টিনা আয়োজক দেশ ইউএই-র বিরুদ্ধে প্রীত ম্যাচ খেলবে আবু ধাবিতে। সেই কারণেই কাতারের বদলে এই শহরে চলে এল লিওনেল মেসি অ্যান্ড কোং।
![Lionel Messi | FIFA World Cup 2022: পাখির চোখ বিশ্বকাপ, দল নিয়ে আবু ধাবিতে হাজির 'ক্যাপ্টেন আর্জেন্টিনা'! Lionel Messi | FIFA World Cup 2022: পাখির চোখ বিশ্বকাপ, দল নিয়ে আবু ধাবিতে হাজির 'ক্যাপ্টেন আর্জেন্টিনা'!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/11/14/396386-lionel-messi.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর ঠিক ছ'দিন। কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) কিক-অফ আগামী ২০ নভেম্বর। তার ঠিক দু'দিন পরেই লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনার মিশন শুরু। ২২ নভেম্বর আর্জেন্টিনার মুখোমুখি সৌদি আরব। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার তিন প্রতিদ্বন্দ্বী সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। আর তার আগে ১৬ নভেম্বর মেসি অ্যান্ড কোং আয়োজক দেশ ইউএই-র বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে আবু ধাবিতে। ফলে সোমবার কাতারের বদলে দল নিয়ে আবু ধাবিতে হাজির হয়ে গেলেন 'ক্যাপ্টেন আর্জেন্টিনা'।
মেসি কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, কাতার বিশ্বকাপই তাঁর শেষ। তবে মেসি আরও খেলুক এমনটাই চাইছেন সতীর্থ থেকে কোচ। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে মেসি তাঁর দেশের সংবাদমাধ্যম ‘দারিও ওলে’কে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, 'যে কোনও বড় টুর্নামেন্টের আগেই আমরা বলি যে, ফ্যানদের কাছে কৃতজ্ঞ। এবারও সেটাই। তাঁদের মতো কিন্তু আমরাও রোমাঞ্চিত বিশ্বকাপে খেলার ব্যাপারে। যে কোনও টিমের বিরুদ্ধেই আমাদের লড়তে হবে। কারণ গ্রুপটা খুবই শক্তিশালী। সব দল গুরুত্বপূর্ণ। সমান চোখেই দেখছি। তবে এক ইঞ্চি জমিও আমরা ছাড়ব না। আশা করি ঈশ্বরের আশীর্বাদ সঙ্গে থাকলে আমরা সেরা ফলই করতে পারব'।
মেসির নেতৃত্বে দীর্ঘ ৩৬ বছর পর ফের বিশ্বকাপ জেতার আশায় বুকে বেঁধেছেন আর্জেন্টাইন সমর্থকরা। ২০১৪ বিশ্বকাপে মেসি ট্রফির অত্যন্ত কাছে এসেও ছুঁয়ে দেখতে পারেননি। জার্মানির ১-০ গোলে আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে দিয়েছিল। এই মরসুমে মেসি দেশের ও ক্লাবের হয়ে আগুনে ফর্মে আছেন। ২০১৯ থেকে আর্জেন্টিনা ৩৫ ম্যাচ অপরাজিত। বহু ফুটবল বিশেষজ্ঞই মনে করছেন যে, এবার মেসির হাতেই হয়তো উঠবে কাপ।' ব্রাজিলকে হারিয়ে গতবছর কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। ২৮ বছর পর কোপা জয় পায় মারাদোনার দেশ। নীল-সাদা জার্সিতে ট্রফির খরা কাটিয়ে ছিলেন লিও। মেসিদের হাতে বিশ্বকাপ দেখার জন্য আশায় বুক বাঁধছেন মেসির গোটা বিশ্বের সমর্থকরা। এখন দেখার বাঁ-পায়ের জাদুকর শেষ ল্যাপে ম্যাজিক করতে পারেন কিনা!
আর্জেন্টিনা দল:
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিয়ান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।
মিডফিল্ডার: রডরিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।
স্ট্রাইকার: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, লিওনেল মেসি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)